• ৬০০ কেজি নিষিদ্ধ বাজি সহ গ্রেপ্তার যুবক, শনি সকালে ধর্মতলায় শোরগোল ...
    আজকাল | ১৯ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ নিষিদ্ধ বাজি উদ্ধার। শনিবার সকালে। ধর্মতলা চত্বরে।

    মাঝে আর এক দিন। সোমবার কালীপুজো ও দীপাবলি। আলোর ভাসবে গোটা দেশ। বাংলাও। তার আগেই ধর্মতলা চত্বর থেকে উদ্ধার করা হল নিষিদ্ধ বাজি।পুলিশ সূত্রে খবর, প্রায় ৬০০ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে। জানা গেছে, ধৃতের নাম মহম্মদ জিশান। বয়স ২৩ বছর। তিনি তোপসিয়া থানা এলাকার বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে ধর্মতলা বাস টার্মিনাসের কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনের কাছে মেয়ো রোডে অভিযান চালায় পুলিশ। ধৃতের থেকে তিনটি নাইলনের বস্তা ও একাধিক বক্স উদ্ধার করা হয়। তা খুলতেই দেখা যায় তাতে রয়েছে নিষিদ্ধ বাজি। পঁচিশটি কাগজের কার্টনে বিভিন্ন ধরণের নিষিদ্ধ বাজি যেমন কালী পটাকা, চকলেট বোম ইত্যাদি ছিল। তারপরই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ময়দান থানায় মামলা দায়ের করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবক জানিয়েছে, এই নিষিদ্ধ বাজিগুলি আসানসোলে রপ্তানি করার পরিকল্পনা করেছিল। পুলিশ মনে করছে, এর পেছনে আরও বড় চক্র কাজ করছে, যাদের সন্ধানে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গেছে, উৎসবের মরশুমে শহরে নিষিদ্ধ আতশবাজির রমরমা আটকাতে লাগাতার অভিযান চলছে। কলকাতা পুলিশ ইতিমধ্যেই শহরের বিভিন্ন ঘিঞ্জি বাজার, গুদামঘর ও পরিবহন সংস্থাগুলির ওপর কড়া নজরদারি শুরু করেছে যাতে আসন্ন দীপাবলি ও কালীপুজোয় নিষিদ্ধ বাজির ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ রাখা যায়।

    পুলিশ জানিয়েছে, ১৭ তারিখ পর্যন্ত পাটুলি থানা এলাকার ঢালাই ব্রিজ ও গড়িয়া মোড় থেকে মোট ১৩১৫ কেজি বেআইনি বাজি উদ্ধার করা হয়েছে। বাঁশদ্রোণী এলাকায় অভিযান চালিয়ে এখনও পর্যন্ত ৩৬ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছে। শহরজুড়ে তল্লাশি চালানোর পাশাপাশি নাগরিকদের সচেতন করছে পুলিশ।

     
  • Link to this news (আজকাল)