• সাঁইথিয়ায় তৃণমূলের প্রার্থী কি ফের নীলাবতীই?
    বর্তমান | ১৯ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বর্তমান বিধায়ক নিলাবতী সাহা কি ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হতে চলেছেন? সরকারিভাবে এ ব্যাপারে কোনও ঘোষণা করেনি দল। তবে, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের একটি মন্তব্যে তেমনটাই অনেকে মনে করছেন।

    শুক্রবার সন্ধ্যায় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাঁইথিয়া শহরে বিজয়া সম্মিলনির আয়োজন করা হয়। সেখানে অনুব্রত মণ্ডলের পাশাপাশি সাংসদ শতাব্দী রায়, স্থানীয় বিধায়ক নীলাবতী সাহা সহ জেলা ও শহরের পদস্থ নেতারা উপস্থিত ছিলেন। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত বলেন, ‘নীলাবতী আমার বোনের মতো, খুব ভালো মেয়ে। পরক্ষণেই তিনি বলেন, ছাব্বিশের ভোট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট। প্রার্থী যেই হোক, চিন্তা করবেন না। নীলাবতী প্রার্থী মানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। জানবেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট।’ মঞ্চে নীলাবতী থাকলেও তিনি অবশ্য এব্যাপারে মুখ খোলেননি। মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করতে দলের কর্মীদের লড়াই করার আহ্বান জানান তিনি।

    তবে, অনুব্রতর এই মন্তব্যের পর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচন এখনও কয়েক মাস বাকি। কে প্রার্থী হবে, না হবে- সেব্যাপারে রাজ্য নেতৃত্ব ভাবনা চিন্তা শুরু করলেও এখনও কোনও ঘোষণা হয়নি। সাধারণভাবে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরই প্রার্থী তালিকা প্রকাশ করে ঘাসফুল শিবির। সেই ‘প্রথা’ ভেঙে প্রার্থীর নাম অনুব্রতবাবু আগাম ঘোষণা করে দেওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। তবে, দলেরই এক পুরাতন নেতা বলছেন, কেষ্টদার সেই আত্মবিশ্বাস রয়েছে। তাই তিনি আগাম প্রার্থীর নাম ঘোষণা করছেন। কারণ তিনি জানেন যে সাঁইথিয়ার প্রার্থী হিসেবে নীলাবতীর কথা বললে দিদি হয়তো না করবেন না। 

    প্রসঙ্গত, একদা অনুব্রত মণ্ডলই ছিলেন  বীরভূম জেলা তৃণমূলের শেষ কথা। তিনিই ছিলেন ‘কিং মেকার’। দলে কে কোন পদে থাকবে, কে কোন নির্বাচনে প্রার্থী হবে, তা ঠিক করতেন তিনিই। তবে, ২০২২ সালের পর থেকে তাঁকে নিয়ে ইডি-সিবিআইয়ের টানাটানির শুরু হলে জেলার রাজনীতির পট-পরিবর্তন হতে থাকে দ্রুত। ফের তাঁকে পুরানো মেজাজে দেখা যাচ্ছে। সেই আত্মবিশ্বাস থেকেই সম্ভবত আগাম ঘোষণা করেছেন সাঁইথিয়ার তৃণমূল প্রার্থীর নাম। 

    এর আগে ২০১৬ ও ২০২১ এর বিধানসভা নির্বাচনে পর পর দু’বারই সাঁইথিয়া কেন্দ্র থেকে বিজয়ী হন নীলাবতী সাহা। অনুব্রতর মুখে এবারেও তাঁকেই প্রার্থী হিসেবে 

    দেখা যাবে শুনে উজ্জীবিত নীলাবতী শিবির। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)