সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের নান্দুরবার জেলায় ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গড়িয়ে পড়ল পুণ্যার্থীদের গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে আট জনের। আহত হয়েছেন আরও আট জন। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে অষ্টম্ব ঋষি তীর্থযাত্রা সেরে ফিরছিলেন পুণ্যার্থীদের একটি দল। চাঁদশালী ঘাটের কাছে আসতেই গাড়িটি আচমকা নিয়ন্ত্রণে হারিয়ে পাশের একটি খাদে গিয়ে পড়ে। বিকট শব্দ পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। হাত লাগান উদ্ধরকাজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুর্ঘটনায় এখনও পর্যন্ত আট পুণ্যার্থীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও আট জন। তাঁদের উদ্ধার করে নিকবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।
কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যাত্রাপথে গাড়িটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। এর জেরেই গাড়িটি নিয়ন্ত্রণে হারিয়ে খাদে গিয়ে পড়ে। তবে পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরই দুর্ঘটনার আসল কারণ জানা বলে জানিয়েছেন পুলি আধিকারিকরা।