• ছিনতাইয়ে বাধা, মহিলার হাতের আঙুল কাটলেন দুষ্কৃতীরা, চাঞ্চল্যকর ঘটনা বেঙ্গালুরুতে
    প্রতিদিন | ১৯ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাঞ্চল্যকর ঘটনা বেঙ্গালুরুতে। ছিনতাইয়ে বাধা দেওয়ায় মহিলার হাতের দু’টি আঙুল কেটে নিল দুষ্কৃতীরা। গত সেপ্টেম্বর মাসে এই ঘটনাটি ঘটলেও, তা প্রকাশ্যে এসেছে শনিবার। গোটা ঘটনাটির সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

    পুলিশ সূত্রে খবর, গত ১৩ সেপ্টেম্বর রাতে গণেশ পুজোর একটি অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন ঊষা এবং বরলক্ষ্মী নামে দুই তরুণী। সেই সময় তাঁদের পথ আটকায় দুই যুবক। তারা বাইকে করে এসেছিল। অভিযোগ, ওই দুই যুবক ঊষা এবং বরলক্ষ্মীর গলায় থাকা সোনার হার ছিনতাইয়ের চেষ্টা করে। এরপরই আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। তাঁরা চিৎকার করলেও রাস্তা ফাঁকা থাকায় কেউ শুনতে পায়নি বলে অভিযোগ। অবশেষে ভয় পেয়ে ঊষা তাঁর গলার হার দুষ্কৃতীদের হাতে তুলে দেন। কিন্তু বরলক্ষ্মী তাঁর হার দিতে অস্বীকার করেন। তখনই তাঁর উপর হামলা চালায় অভিযুক্তরা। অভিযোগ, ধারাল অস্ত্র দিয়ে বরলক্ষ্মীর দু’টি আঙুল কেটে দেয় তাঁরা। এরপর তাঁরা সেখান থেকে চম্পট দেয়। ওই রাতেই তাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন দুই তরুণী। শুরু হয় তদন্ত।

    পুলিশ সূত্রে আরও খবর, অভিযুক্তদের গ্রেপ্তার করতে একটি বিশেষ দল গঠন করা হয়। বেশ কয়েক সপ্তাহ তল্লাশির পর অবশেষে তাঁদের খোঁজ পাওয়া যায়। ধৃতদের নাম প্রবীণ এবং যোগানন্দ। পুলিশের দাবি, দুই অভিযুক্তের বিরুদ্ধে আগে থেকেই খুনের মামলা রয়েছে। গ্রেপ্তারির পর তাঁদের থেকে উদ্ধার হয়েছে সোনার হারটিও।  
  • Link to this news (প্রতিদিন)