• শাস্তির দাবিতে সরব শুভঙ্কর
    আনন্দবাজার | ১৮ অক্টোবর ২০২৫
  • বাড়ির সামনে গাড়ি রাখাকে কেন্দ্র করে বচসার জেরে দিলীপ দাস (৩৯) নামে ইছাপুরের এক ব্যক্তিকে পিটিয়ে খুনের ঘটনায় দোষীদের হেফাজতে রেখে বিচার এবং কঠোর শাস্তির দাবি তুলে সরব হল কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে প্রতিনিধিদল শুক্রবার নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেছে। শুভঙ্করের সঙ্গে ছিলেন দলের নেতা আশুতোষ চট্টোপাধ্যায়, শুভাশিস ভট্টাচার্য, অশোক ভট্টাচার্য, নবকুমার মজুমদার প্রমুখ। আইনি সহায়তা-সহ সব রকম ভাবে নিহতের পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন শুভঙ্কর। তিনি বলেছেন, “দোষীদের হেফাজতে রেখে বিচার হওয়া জরুরি। কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। নিহতের স্ত্রী’কে স্থায়ী চাকরি এবং এককালীন সহায়তার ব্যবস্থা করুক সরকার। চাকরির আগে পর্যন্ত পরিবারটিকে রেশনও দেওয়া হোক।”
  • Link to this news (আনন্দবাজার)