• এসএসকেএমের নতুন উডবার্ন ভবনে আউটডোরের খরচ ৩৫০ টাকা! কোন কেবিনের ভাড়া কত? তালিকাপ্রকাশ
    আনন্দবাজার | ১৮ অক্টোবর ২০২৫
  • গত মাসে এসএসকেএম হাসপাতালের নতুন উডবার্ন ভবনের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার স্বাস্থ্য ভবনের তরফে তালিকা প্রকাশ করে জানানো হল, এই ওয়ার্ডের কোন কেবিনে থাকতে কত খরচ হবে। নতুন উডবার্ন ভবনে আলাদা করে বহির্বিভাগ (আউটডোর) পরিষেবা থাকবে। তাতে খরচ হবে ৩৫০ টাকা, জানিয়েছেন কর্তৃপক্ষ।

    এসএসকেএমের নতুন ১০তলা ভবনটির (প্রাইভেট কেবিন বিল্ডিং) নাম রাখা হয়েছে ‘অনন্য’। এটি নির্মাণে খরচ হয়েছে ৬৭ কোটি টাকা। ১৩১টি কেবিন সম্বলিত এই ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী নিজেই কেবিনের ভাড়া ঘোষণা করেছিলেন। এখানকার সিঙ্গল অকুপেন্সি কেবিনে থাকতে দৈনিক পাঁচ হাজার টাকা, সিঙ্গল অকুপেন্সি ডিলাক্স স্যুটে থাকতে দৈনিক আট হাজার টাকা, এইচডিইউ কেবিনে (ভেন্টিলেশন, বাইপ্যাপ ছাড়া) থাকতে দৈনিক ১২ হাজার টাকা এবং আইসিইউ কেবিনে থাকতে দৈনিক ১৫ হাজার টাকা খরচ হবে।

    প্রতি দিন বেলা ৩টে থেকে ‘অনন্য’ ভবনে বহির্বিভাগ খুলবে। থাকবেন এসএসকেএম হাসপাতালেরই দায়িত্বপ্রাপ্ত সরকারি চিকিৎসকেরা। বহির্বিভাগে রোগী ৩৫০ টাকা দিয়ে যে কোনও প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। এই ৩৫০ টাকার মধ্যে ৫০ টাকা খরচ হবে প্রতিষ্ঠানের প্রশাসনিক খাতে। বাকি ৩০০ টাকা সংশ্লিষ্ট চিকিৎসকের পারিশ্রমিক হিসাবে গণ্য হবে। শুধুমাত্র নতুন উডবার্ন ওয়ার্ডের বহির্বিভাগের জন্যেই এই মূল্য নির্ধারিত করা হয়েছে। অন্য কোনও বহির্বিভাগের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না।

    স্বাস্থ্য ভবনের বিজ্ঞপ্তি অনুসারে, নতুন উডবার্ন ভবনের কার্যকলাপ সরকারের কোনও রকম ভর্তুকি বা আর্থিক সাহায্য ছাড়াই স্বনির্ভর ভাবে চলবে। এখান থেকে যে রাজস্ব আদায় হবে, তার মাধ্যমে ভবনের খরচ বহন করা হবে। সরকার বাড়তি কোনও টাকা দেবে না।

    এসএসকেএম হাসপাতালে একটি উডবার্ন ব্লক রয়েছে। রাজ্যের নেতা-মন্ত্রী-বিধায়কেরা অসুস্থ হলে তাঁদের সেখানে ভর্তি করানো হয়। ‘অনন্য’ ভবনটিকে নতুন উডবার্ন ওয়ার্ড বা উডবার্ন ২ বলা হচ্ছে। মুখ্যমন্ত্রীর দাবি, এই ওয়ার্ডে যে পরিকাঠামো রয়েছে, তা ভাল মানের বেসরকারি হাসপাতালকেও টেক্কা দিতে পারে। হাসপাতালের কেবিনের যে মূল্য ধার্য করা হয়েছে, প্রতি ক্ষেত্রেই কর্তৃপক্ষ তার চেয়ে দু’হাজার টাকা করে বেশি ধার্য করেছিলেন। মুখ্যমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে কথা বলে ভাড়া কিছুটা কমিয়েছেন বলে জানান।
  • Link to this news (আনন্দবাজার)