• ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ফাঁদে বৃদ্ধ, খোয়ালেন ১.৪৪ কোটি টাকা
    এই সময় | ১৯ অক্টোবর ২০২৫
  • সাইবার প্রতারণার শিকার পুণের ৭০ বছর বয়সি এক প্রবীণ। অভিযোগ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) এবং অ্যান্টি টেরোরিজম স্কোয়াড (ATS)-এর অফিসারের পরিচয় দিয়ে প্রতারকরা এক ব্যক্তিকে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়েছিলেন। সেই কথা শুনে আতঙ্কিত হয়ে ওই ব্যক্তি প্রতারকদের হাতে ১.৪৪ কোটি টাকা তুলে দেন। শনিবার এক পুলিশ আধিকারিক এই খবরটি নিশ্চিত করেছেন।

    পুলিশে জানিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর ওই ব্যক্তির কাছে একটি ফোন আসে। প্রতারক ওই ব্যক্তির কাছে নিজেকে মুম্বইয়ের একজন ইন্সপেক্টর হিসাবে পরিচয় দেন। অভিযোগ, প্রতারক ওই প্রবীণকে জানান, লখনৌয়ের এটিএস (ATS) ইউনিট একজন সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করেছে। ওই সন্ত্রাসবাদী তাঁর কার্যকলাপে অভিযোগকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেছেন।

    এর পরেই শুরু হয় মূল ঘটনা। অন্য একজন ব্যক্তি পুলিশের উর্দি পরে ওই প্রবীণকে ভিডিয়ো কল করেন। তিনি জানান, এ বার NIA চিফ এই মামলার তদন্তভার নেবেন। একজন পুলিশ আধিকারিক বলেন, ‘অভিযোগকারী যাতে ভিডিয়ো কলটি বন্ধ না করেন তার জন্য তাঁকে জোর করা হয়। ভয়ে এবং আতঙ্কে ওই ব্যক্তি প্রতারকদের অ্যাকাউন্টে ১.৪৪ কোটি টাকা পাঠান।’

    গত ৮ অক্টোবর, প্রতারকরা তাঁর কাছে আরও ৩ লক্ষ টাকা চান। তখন অভিযোগকারীর সন্দেহ হয়। তিনি তখন পুণের সাইবার পুলিশের দ্বারস্থ হন। জানা গিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে সাইবার পুলিশ মামলা রুজু করেছে। দেশজুড়ে ডিজিটাল অ্যারেস্ট যে এক মারাত্মক আকার ধারণ করেছে, এই ঘটনা ফের তা প্রমাণ করল।

  • Link to this news (এই সময়)