বেঙ্গালুরু: কর্ণাটকের চামরাজনগর জেলায় পঞ্চায়েত অফিসের সামনেই আত্মহত্যা করলেন সরকারি জলকর্মী। ২৭ মাস ধরে তিনি বেতন পাননি। বার বার সংশ্লিষ্ট মহলে জানানো সত্ত্বেও কোনও ফল হয়নি। সেই আক্ষেপেই তিনি আত্মঘাতী হন। সুইসাইড নোটে এই কথাই লিখে গিয়েছেন চিকুসা নায়ক নামে ওই ব্যক্তি। ২০১৬ সালে তিনি পঞ্চায়েত অফিসে কাজে যোগ দেন। বেতন না পাওয়ার কথা তিনি গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে জেলা পঞ্চায়েতের সিইও-র কাছেও অভিযোগ করেন। পাশাপাশি জানান, গ্রাম পঞ্চায়েত প্রধান মোহন কুমার এবং পঞ্চায়েত উন্নয়ন অফিসার রামে গৌড়া লাগাতার তাঁর উপর মানসিকভাবে নির্যাতন চালিয়েছেন। দুই সরকারি অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রামে গৌড়াকে সাসপেন্ডও করা হয়েছে।