• ভুবনেশ্বরে ভিন রাজ্যের কিশোরীকে ধর্ষণের অভিযোগ
    বর্তমান | ১৯ অক্টোবর ২০২৫
  • ভূবনেশ্বর: ফের নারী নির্যাতনের সাক্ষী থাকল বিজেপি শাসিত ওড়িশা। এবার ভুবনেশ্বরে ভিন রাজ্যের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল। শুক্রবার রাতের এই ঘটনাটি অশোকনগর এলাকার। রাস্তার ধারে প্রায় অচৈতন্য অবস্থায় পড়েছিল ওই কিশোরী। গোটা শরীরজুড়ে ক্ষতচিহ্ন। প্রথমে স্থানীয়রা নির্যাতিতাকে দেখতে পায়। কিন্তু মানসিক ভারসাম্যহীন ভেবে তাঁরা কিছুই করেননি। পরে কয়েকজন অটোরিকশ চালক নির্যাতিতাকে উদ্ধার করে ক্যাপিটাল হাসাপাতালে নিয়ে যান। পরীক্ষা করে চিকিৎসকরা জানান, কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। বর্তমানে আইসিউতে রয়েছে নির্যাতিতা। অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কিশোরী ঝাড়খণ্ডের বাসিন্দা। নির্যাতিতার কাছ থেকে কোনও মোবাইল পাওয়া যায়নি। মেলেনি পরিচয় সংক্রান্ত কোনও নথি। তার পরিচয় ও ঠিকানা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার অধীনে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। পুলিশ কমিশনার এস দেবদত্ত সিং বলেন, ‘ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে কথা বলে নির্যাতিতার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছি। অভিযুক্তদের চিহ্নিত করতে ঘটনাস্থলের কাছে থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।’ শুক্রবার বেশি রাতে নির্যাতিতাকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিশোরীর শারীরিক অবস্থা দেখে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয় হাসাপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকরা জানিয়েছেন, ১৬ বছর বয়সি ওই কিশোরীর উপর পাশবিক অত্যাচার চালানো হয়েছে। নির্যাতিতার মানসিক অবস্থা অত্যন্ত উদ্বেগের। সে রীতিমতো আতঙ্কিত। ভয়ের কারণে কোনও কথা বলতে পারছিল না নির্যাতিতা। প্রথমে কিশোরী জানায়, সে বিহারের বাসিন্দা। পরে অবশ্য জানা গিয়েছে, নির্যাতিতা ঝাড়খণ্ডের।
  • Link to this news (বর্তমান)