• নয়াদিল্লিতে সংসদ ভবনের কাছে এমপি কোয়ার্টারে ভয়াবহ আগুন
    বর্তমান | ১৯ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: শনিবার দিল্লির বিশ্বম্ভর দাস মার্গের একটি বহুতলে ভয়াবহ আগুন লেগে চাঞ্চল্য ছড়াল। অগ্নিকাণ্ডের মুখে পড়া এই ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে থাকেন বহু সাংসদ। সংসদ ভবন থেকে মাত্র ২০০ মিটার দূরে অবস্থিত বহুতলটি ২০২০ সালে উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক দোষারোপের পালা। তৃণমূল সাংসদ সাকেত গোখলের পোস্ট থেকে আগুন লাগার বিষয়টি প্রকাশ্যে আসে। এক্স হ্যান্ডলে তাঁর অভিযোগ, ‘বহুবার ফোন করা সত্ত্বেও ৩০ মিনিট দমকলের দেখা মেলেনি। দিল্লির সরকারের এতটুকু লজ্জাও নেই!’ আবার কয়েকজন প্রত্যক্ষদর্শীর অভিযোগ, অ্যাপার্টমেন্টের ফায়ার হাইড্র্যান্ট বিকল ছিল। ট্যাংক ও পাইপলাইনে জল পর্যন্ত ছিল না।

    এদিন দুপুরে আগুন লাগে ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে। আগুন ক্রমশ বাড়তে শুরু করে। বহু দূর থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাওয়া যায়। এই অ্যাপার্টমেন্টটিতেই রয়েছে একাধিক সাংসদের সরকারি আবাস। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, দুপুর ১টা ২০মিনিটে আগুন লাগার ফোন আসে। ঘটনাস্থলে যায় ছ’টি ইঞ্জিন। আগুন লাগার কারণ স্পষ্ট নয়।
  • Link to this news (বর্তমান)