কানপুর: ট্রেনে বোমা রয়েছে! এমনই গুজব ছড়ান দুই যুবক। তড়িঘড়ি ট্রেন থামিয়ে খোঁজ শুরু হয়। দীর্ঘক্ষণ তল্লাশিতেও কিছু না মেলায় সন্দেহ হয় পুলিশের। পরে দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালান অফিসাররা। তাতেই সব সত্যি স্বীকার করেন দু’জন। জানা গিয়েছে, সিট পাওয়া নিয়ে বচসা থেকেই এমন কাণ্ড ঘটিয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার আম্রপালি এক্সপ্রেসে দিল্লি যাচ্ছিলেন যোগীরাজ্যের দুই যুবক দীপক এবং অঙ্কিত। কিন্তু অনেক খুঁজেও জেনারেল কামরায় একটিও খালি সিট তাঁরা পাননি। সেই নিয়ে যাত্রীদের সঙ্গেও বচসায় জড়ান দু’জনে। তবে কোথাও কোনও সুবিধা হয়নি। এইসময়ে দু’জনে অদ্ভুত এক ফন্দি আঁটেন। ট্রেন তখন কানপুর স্টেশনের কাছাকাছি। আচমকা দু’জনে গুজব ছড়ালেন ট্রেনে বোমা রয়েছে। শুধু তাই নয়, কন্ট্রোল রুমে ফোন করে সাহায্যও চান দু’জন। তড়িঘড়ি কানপুরে ট্রেন থামানো হয়। ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী, বম্ব স্কোয়াড। টানা ৪০ মিনিট খোঁজাখুঁজি চলে। তবে বোমার চিহ্নমাত্র ছিল না। ট্রেন পুনরায় চলতে শুরু করে। এদিকে, অঙ্কিত এবং দীপক মোবাইলের সুইচ অফ করে গা ঢাকা দেন। তাই সেদিন রাতে পুলিশ তাঁদের ধরতে পারেনি। পরদিন ফোনের সুইচ অন করতেই ধরা পড়েন দুজন। কানপুরের কাছে এক গ্রাম থেকে তাঁদের গ্রেফতার করে পুলিশ। জেরায় নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে দোষ স্বীকার করে নেন দু’জনই।