• মধ্যপ্রদেশের দুই সাংবাদিককে আটক রাজস্থান পুলিশের
    বর্তমান | ১৯ অক্টোবর ২০২৫
  • ভোপাল: রাজস্থান পুলিশের হাতে মধ্যপ্রদেশের দুই সাংবাদিকের আটক হওয়ার ঘটনায় শোরগোল তুঙ্গে। ‘দ্য সূত্র’ নামে একটি নিউজ পোর্টালের দুই সাংবাদিক আনন্দ পান্ডে ও হরিশ দিবাকরকে শুক্রবার ভোপালে আটক করে রাজস্থান পুলিশের টিম। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের জয়পুরে নিয়ে যাওয়া হয়। ওই সাংবাদিকদের বিরুদ্ধে রাজস্থানের উপমুখ্যমন্ত্রী দিয়া কুমারীর নামে ‘ভুয়ো ও মানহানিকর’ একাধিক খবর প্রকাশের অভিযোগ আনা হয়েছে। রাজস্থান পুলিশের আরও অভিযোগ, ওই ‘ভুয়ো’ খবরগুলি পোর্টাল থেকে সরিয়ে নেওয়ার জন্য দুই সাংবাদিক ৫ কোটি টাকা দাবি করেছিলেন। দিয়া কুমারীর ঘনিষ্ঠদের মাধ্যমে সেই টাকা চাওয়া হয়েছিল। দাবিপূরণ না হলে রাজস্থানের উপমুখ্যমন্ত্রীর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি খর্বের হুঁশিয়ারিও দেওয়া হয় বলে অভিযোগ। যদিও অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে সাংবাদিকদের উপর হেনস্তার অভিযোগে সরব কংগ্রেস। বিজেপি সরকারের বিরুদ্ধে হাত শিবিরের তোপ, এই ঘটনা ‘গণতন্ত্রের উপর হামলা’।

    প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা অরুণ যাদব এক্স হ্যান্ডলে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন। তিনি লিখেছেন, ‘যখন দেখবেন মিথ্যার প্রচারকরা অবাধে ঘুরলেও সত্যিকথা বলা সাংবাদিকরা জেলে বন্দি হচ্ছেন, বুঝবেন গণতন্ত্র বিপদের মুখে। দুই সাংবাদিকের আটকের ঘটনা গণতন্ত্রের উপর সরাসরি হামলা। দ্য সূত্র নামে ওই নিউজ পোর্টালের ট্যাগলাইন হল, আমরা শুধুমাত্র ভগবানকে ভয় পাই। সত্যিকারের সাংবাদিকরা কখনও ক্ষমতাশালীদের কাছে মাথা নত করেন না।’
  • Link to this news (বর্তমান)