• লে-তে প্রতিবাদ মিছিল ভেস্তে দিল প্রশাসন, কার্গিলে শান্তিপূর্ণ কর্মসূচি
    বর্তমান | ১৯ অক্টোবর ২০২৫
  • শ্রীনগর: রাজ্যের মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তপশিলে অন্তর্ভুক্তির দাবিতে সম্প্রতি উত্তাল হয়ে উঠেছিল লাদাখ। পুলিসের গুলিতে বেশ কয়েকজনের মৃত্যু হয়। জখম হয়েছিলেন আরও অনেকে। এই ঘটনার প্রতিবাদে শনিবার শান্তিপূর্ণ নীরব মিছিল ও ব্ল্যাক আউটের ডাক দিয়েছিল লাদাখ অ্যাপেক্স বডি (এলএবি) ও কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (কেডিএ)। এই কর্মসূচি রুখতে এই কেন্দ্রশাসিত অঞ্চলের কার্গিল ও লেতে কঠোর বিধিনিষেধ জারি করেছিল প্রশাসন। সাসপেন্ড করা হয় মোবাইল ইন্টারনেট পরিষেবা। যদিও এই নিষেধাজ্ঞা সত্ত্বেও কার্গিলে শান্তিপূর্ণ মিছিল হল। কালো পোশাক পরে মিছিলে যোগ দেন স্থানীয়রা। কিন্তু লে ও সংলগ্ন এলাকায় মোতায়েন ছিল পুলিশ ও আধা সেনা। সেখানে কড়াকড়ির জেরে মিছিল ভেস্তে যায়। 

    এদিনের কর্মসূচি রুখতে প্রশাসনের কড়াকড়ির তীব্র নিন্দা করেছে কেডিএ। যদিও লাদাখ অশান্তির ঘটনায় বিচারবিভাগীয় তদন্তকে স্বাগত জানিয়েছে তারা। কেডিএ নেতা সাজ্জাদ কারগিলি গত ২৪ সেপ্টেম্বরের ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান ও ধৃতদের মুক্তির দাবি করেছেন। লে-তে প্রশাসনের কড়াকড়ির কড়া সমালোচনা করেছেন এলএবি’র নেতা অঞ্জুমান ইমামিয়া। তিনি বলেছেন, এধরনের বিধিনিষেধ আরোপের বদলে সরকারের উচিত আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খোঁজা। 

    এদিকে, লাদাখের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছে, বিষয়টি লে ও কার্গিলের কমিটিগুলির সঙ্গে কথা বলছে সরকার। লাদাখের জনতাকে ধৈর্য অবলম্বনের পরামর্শ দিয়ে শাহর আশ্বাস, সেখানকার ন্যায্যদাবিগুলির যথার্থ সমাধান হবে। ধৃত পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুকের মুক্তি সম্পর্কে শাহ বলেছেন, বিষয়টি আদালতে বিচারাধীন। একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন,  ‘সঠিক সময়ে জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে।’ 
  • Link to this news (বর্তমান)