• বিহারে ঐক্যবদ্ধ প্রচারে নামবে বামেরা, থাকবে বঙ্গ সিপিএম
    বর্তমান | ১৯ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিহারের বিধানসভা নির্বাচনের প্রচারে যোগ দেবে বঙ্গ সিপিএম। বিহারে ইন্ডিয়া জোটের হয়ে সিপিআই (এমএল) লিবারেশন ২০টি, সিপিএম ৪টি ও সিপিআই ৬টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে।  বাম ঐক্য সেখানে অটুট। যদিও নেতৃত্ব বিষয়টিকে বাম ঐক্যর চেয়ে ইন্ডিয়া জোট হিসেবে বেশি দেখতে চান। এদিকে সামনের বছরই বাংলায় নির্বাচন। বিহারের এই জোট যদি বিজেপিকে প্যাঁচে ফেলতে পারে, তাহলে বাংলাতেও গেরুয়া শিবির ‘হাওয়া’ তৈরি হবে বলে মনে করছেন বাম নেতারা।

    লিবারেশনের এক নেতার কথায়, রায়গঞ্জের সাংসদ ছিলেন মহম্মদ সেলিম। তাই উত্তর দিনাজপুর লাগোয়া বিহারের বলরামপুর কেন্দ্রে তিনি প্রচারে যাবেন। সেখানকার লিবারেশনের তিনবারের বিধায়ক মেহবুব আলম এককালে সিপিএম করতেন। সিপিআই (এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলছিলেন, ‘সিপিআই কয়েকটা জায়গায় বন্ধুত্বপূর্ণ প্রার্থী দিয়েছে। সেগুলো ওদের তুলতে হবে। কয়েকটা আসনে তো একসঙ্গে প্রচার হবে। এটাকে ইন্ডিয়া জোটের প্রচার হিসেবে দেখা উচিত।’ এদিকে, সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলছিলেন, ‘আমরা আমাদের ক্যালেন্ডার দেখে ঠিক করব, কে বা কারা বিহারের প্রচারে যাবেন। আমাকে দু’দিনের জন্য যেতে হবে। বিহার তো উত্তর দিনাজপুর, মালদহের লাগোয়া। বিহারের বাম নেতৃত্বই প্রচারের জন্য আমাদের ডাকেন। আর ঐক্যবদ্ধ বিরোধী শিবির সবসময় একটা পজিটিভ ভাইব তৈরি করে।’ 

    এদিকে, আজ, রবিবার বাংলার পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেরলের পেরুম্বাভুরে একটি সমাবেশের ডাক দিয়েছে সিপিএম। নেতৃত্ব জানিয়েছেন, মূলত মুর্শিদাবাদের বহু শ্রমিক কেরলে রয়েছেন। তাঁদের নিয়েই এই সমাবেশ। এর পর হরিয়ানা, পাঞ্জাব, দিল্লিতেও এমন সমাবেশের পরিকল্পনা রয়েছে।
  • Link to this news (বর্তমান)