নয়াদিল্লি: ‘বন্ধু’ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিড়ম্বনা যেন কাটতেই চাইছে না! নয়াদিল্লি অস্বীকার করলেও পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ থামানোর দাবিতে এখনও অবিচল মার্কিন প্রেসিডেন্ট। এবার রাশিয়া থেকে তেল কেনার ইস্যুতেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। ক’দিন আগেই ট্রাম্পের দাবি ছিল, ‘প্রধানমন্ত্রী মোদি আমাকে আশ্বাস দিয়েছেন। রাশিয়া থেকে অশোধিত তেল কেনা বন্ধ করবে ভারত।’ ট্রাম্পের এই দাবি বৃহস্পতিবার নয়াদিল্লি খারিজ করে দিয়ে বলেছিল, বাজারের পরিস্থিতি বিবেচনা করে জ্বালানি কেনার বিষয়ে সিদ্ধান্ত নেয় ভারত। তবে কেন্দ্রীয় সরকারের এই বক্তব্যের পরও মার্কিন প্রেসিডেন্টের বিন্দুমাত্র হেলদোল নেই। বরং আরও একধাপ এগিয়ে তাঁর দাবি, ভারত ইতিমধ্যেই রাশিয়া থেকে তেল কেনায় লাগাম টেনেছে। বলা ভালো প্রায় বন্ধই করে দিয়েছে। ভারত আর মস্কোর কাছ থেকে তেল কিনবে না। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে মধ্যাহ্নভোজ সারার পর সাংবাদিকদের একথা বলেন ট্রাম্প। ভারত সরকার খারিজ করার পরও মার্কিন প্রেসিডেন্ট ফের একই দাবি করায় এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস। শনিবার মোদিকে ‘মৌনী বাবা’ বলে কটাক্ষ করেছে হাত শিবির। ঘটনাচক্রে, প্রধানমন্ত্রী পদে থাকাকালীন মনমোহন সিংকে বহুবার ‘মৌনী বাবা’ বলে ঠেস দিতে দেখা গিয়েছিল বিজেপির শীর্ষ নেতাদের। এবার ওই একই শব্দবন্ধের প্রয়োগে প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করল কংগ্রেস। শনিবার এক্স হ্যান্ডলে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের তোপ, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ফের বলেছেন, তাঁর ভালো বন্ধু আশ্বাস দিয়েছেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ভারত। কিন্তু ট্রাম্প যখনই বলেন তিনি অপারেশন সিন্দুর বন্ধ করিয়েছেন বা ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে, ভালো বন্ধু আচমকাই তখন মৌনী বাবা হয়ে পড়েন।’ -ফাইল চিত্র