• ‘পাকিস্তানের প্রতিটি ইঞ্চি ব্রহ্মসের রেঞ্জে’, অপারেশন সিন্দুর শুধুমাত্র ট্রেলার, হুংকার রাজনাথের
    বর্তমান | ১৯ অক্টোবর ২০২৫
  • লখনউ: ‘অপারেশন সিন্দুর তো শুধুমাত্র ট্রেলার ছিল। মাথায় রাখবেন, পাকিস্তানের প্রতিটি ইঞ্চি এখন ব্রহ্মসের রেঞ্জে (পাল্লায় বা নাগালে) রয়েছে।’ আর কিছু বলার আগেই হাততালিতে ফেটে পড়ে অনুষ্ঠানস্থল। শনিবার উত্তরপ্রদেশের মাটিতে দাঁড়িয়ে এই ভাষাতেই হুংকার দিলেন স্বয়ং কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন, এখনও সময় আছে। না শোধরালে ক্ষেপণাস্ত্র হামলায় ছারখার হয়ে যাবে পাকিস্তান।   

    অপারেশন সিন্দুরের সময় ব্রহ্মসের গর্জন আর ধ্বংসলীলা ঘুম উড়িয়েছে গোটা পাকিস্তানের। এবার তাতে ‘নুনের ছিটে’ দিচ্ছে আফগানরা। বিনা প্ররোচনায় হামলার যোগ্য জবাব পেয়েছে ইসলামাবাদ। একের পর এক হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাক সেনার পোস্ট। বহু পাকিস্তানি জওয়ানের মৃত্যু হয়েছে। কেউ কেউ বলছেন, প্রচ্ছন্নভাবে এ যেন অপারেশন সিন্দুরেরই পুনরাবৃত্তি। তা বিলক্ষণ টেরও পেয়েছে পাকিস্তান সরকার। তাই এদিন পাকিস্তানের কাকুলে সেনার এক অনুষ্ঠানে ভারতকে রীতিমতো সতর্ক করেছেন সেনা প্রধান আসিম মুনির। তাঁর বক্তব্য, সামান্য উস্কানিতেও চূড়ান্ত জবাব দেবে ইসলামাবাদ। আর এই প্রেক্ষাপটেই ফের পড়শি দেশকে সতর্কবার্তা রাজনাথের। এদিন লখনউয়ের সরোজিনী নগরে ব্রহ্মস এরোস্পেস ইউনিটে ব্রহ্মসের প্রথম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। সেখানে ব্রহ্মসের ভূয়সী প্রশংসার পাশাপাশি তাঁর সাফ বক্তব্য, ‘অপারেশন সিন্দুর ট্রেলার ছিল। আর তা বুঝিয়ে দিয়েছে- ভারত যদি পাকিস্তানের জন্ম দিতে পারে তাহলে সঠিক সময়ে...(হাল্কা হাসি) আশা করি আর কিছু বলার দরকার নেই। আপনারা সবটাই বুঝতে পারছেন।’ যেন বুঝিয়ে দিলেন, ভারত চাইলেই যে কোনওদিন বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে পারে পাকিস্তানকে। 

    অপারেশন সিন্দুরের পর থেকেই ইসলামাবাদের দাবি, তেমন কিছুই ক্ষতি করতে পারেনি ভারতীয় সেনা। এদিন সেই প্রসঙ্গে রাজনাথ সিংয়ের কটাক্ষ, ‘জেতাটা এখন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। আর ব্রহ্মসের দৌলতে গোটা বিশ্ব দেখেছে ভারতের ক্ষমতা। ব্রহ্মস শুধুমাত্র একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি ভারতের কৌশলগত আত্মবিশ্বাসের প্রমাণ! ভারতীয় সেনাবাহিনীর স্তম্ভ।’

    উত্তরপ্রদেশের সরোজিনী নগরে তৈরি হয়েছে ব্রহ্মস এরোস্পেস ইউনিট। ২০০ একর জমির উপর প্রায় ৩০০ কোটি টাকা খরচে গড়ে উঠেছে সেটি। ১১ মে এই কারখানার উদ্বোধন হয়েছিল। আর সেখানেই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে শব্দের থেকেও তিনগুণ বেশি গতি সম্পন্ন ক্ষেপণাস্ত্র ব্রহ্মস। টু-স্টেজ সুপারসনিক ক্রুজ মিসাইলটির ফ্লাইট রেঞ্জ প্রায় ২৯০ কিলোমিটার। ব্রহ্মসের ওয়ারহেডের ওজন ২০০-৩০০ কেজি। স্থলভূমি, জল বা আকাশ—যে কোনও জায়গা থেকেই সঠিক নিশানায় আঘাত হেনে ছারখার করে দিতে পারে শত্রুপক্ষের এলাকা। নিঃসন্দেহে ভারতীয় সেনার অস্ত্রভাণ্ডারের অন্যতম হাতিয়ার এটি। তাই ব্রহ্মসকে সামনে রেখে পড়শি দেশকে কার্যত হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী। বার্তা স্পষ্ট, কোনওরকম প্ররোচনা দিলেই উপযুক্ত জবাব দেবে ভারত। আর সেই জবাব হবে আরও ভয়ংকর!
  • Link to this news (বর্তমান)