• অমৃতসর থেকে বিহারগামী গরিবরথ এক্সপ্রেসের তিনটি এসি কোচে আগুন
    বর্তমান | ১৯ অক্টোবর ২০২৫
  • চণ্ডীগড়: পাঞ্জাবের অমৃতসর থেকে বিহারের সহর্ষ যাওয়ার সময় গরিবরথ এক্সপ্রেসে অগ্নিকাণ্ড। শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ পাঞ্জাবের সিরহিন্দ রেলস্টেশনের কাছে প্রথম আগুন নজরে পড়ে। জানা যায়, একটি বগি থেকে আগুন আরও দু’টি কোচে ছড়িয়ে পড়ে। এর জেরে ৩২ বছরের এক মহিলা জখম হন। ঘটনার খবর পেয়েই ওই তিন কোচ থেকে যাত্রীদের অন্য বগিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়। জখম মহিলাকে ফতেগড় সাহিবের সরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনাস্থলে আরপিএফ ও দমকলকর্মীরা উদ্ধার কাজ শুরু করে। 

    জানা গিয়েছে, সিরহিন্দ স্টেশন দিয়ে যাওয়ার সময়ে ট্রেনটিতে আগুন লাগার বিষয় নজরে আসে। ট্রেনটির গতি সেই সময় খুব কম ছিল। কোচেরই এক যাত্রী চেন টেনে ট্রেনটি থামান। তারপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে দমকল। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

    জিআরপির তরফে জানানো হয়েছে, জি-১৯ কোচে প্রথমে আগুন লাগে। তারপর সেখান থেকেই বাকি দুই কোচে সেটি ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত তিনটি কোচই মূল ট্রেনের থেকে আলাদা করা হয়েছে। ট্রেনটি সিরহিন্দ স্টেশনেই দাঁড় করানো রয়েছে। কী কারণে আগুন লাগল তার তদন্ত শুরু হয়েছে।  
  • Link to this news (বর্তমান)