• উৎসব ও বিয়ের মরশুমে কেনাকাটা বাড়বে ৭ লক্ষ কোটির, জানাল কেন্দ্র
    বর্তমান | ১৯ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর দপ্তর বড়সড় বিবৃতি দিয়ে কয়েকদিন আগেই ঘোষণা করেছে, জিএসটি সংস্কারের ফলে দেশজুড়ে কেনাকাটার ধুম পড়েছে। বিভিন্ন সেক্টরে উৎসবের মরশুমে ক্রয়বিক্রয় এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। এবার দীপাবলির প্রাক্কালে শনিবার রীতিমতো সাংবাদিক সম্মেলন করলেন ভারত সরকারের তিন মন্ত্রী। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁদের পক্ষ থেকে এদিন বলা হয়েছে, শুধুমাত্র উৎসব ও বিবাহের মরশুমেই ক্রয়বিক্রয় বৃদ্ধি পেতে চলেছে ৭ লক্ষ কোটি টাকা। রেল এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন,  সব মিলিয়ে ২০ লক্ষ কোটি টাকা অতিরিক্ত আয় হবে এই আর্থিক বছরে। মন্ত্রীদের দাবি, ভারতের অটোমোবাইল সেক্টর বিগত ১০ বছরের মধ্যে সবথেকে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে জিএসটি কমে যাওয়ার পর থেকে। যা বিগত ৩৫ বছরে হয়নি। ভোগ্যপণ্যের বিক্রি ৪৫ শতাংশ বেড়েছে বলে দাবি করা হয়েছে।  ই-কমার্স অথরাৎ অনলাইন কেনাকাটা সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। সবথেকে বেশি বিক্রি হয়েছে স্মার্ট ফোন। সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রক বলেছে, জিএসটি কমে যাওয়ার জেরে পণ্য মূল্য যতটা কমে গিয়েছে তার প্রায় সব সুবিধাই পাচ্ছে সাধারণ মানুষ। বস্তুত ভারতের অর্থনীতির সম্পূর্ণ ঘুরে যাওয়া শুরু হয়েছে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এমনকি আশা করা হয়েছে, এই ক্রয়বিক্রয় ও বাণিজ্য বৃদ্ধির কারণে ২৫ লক্ষ নতুন কর্মসংস্থান হয়েছে উৎসবের মরশুমে। 
  • Link to this news (বর্তমান)