খোরপোশের দাবি করতে পারেন না স্বাবলম্বী মহিলা: দিল্লি হাইকোর্ট
বর্তমান | ১৯ অক্টোবর ২০২৫
নয়াদিল্লি: বিবাহ বিচ্ছেদের পর স্বাধীন ও আর্থিকভাবে স্বাবলম্বী মহিলারা খোরপোশের দাবি করতে পারেন না। একটি মামলায় একথা জানাল দিল্লি হাইকোর্টের। পাশাপাশি বিচারপতি অনিল ক্ষেত্রপাল ও বিচারপতি হরিশ বৈদ্যনাথনের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, স্বামী ও স্ত্রী-দুজনেই যেখানে আর্থিকভাবে স্বনির্ভর, সেখানে এই খোরপোশের আর্জি মঞ্জুর করা যায় না। স্থায়ী ভরনপোষণের বিষয়টি সামাজিক ন্যায় হিসেবে বিবেচিত হয়। তা কখনও দু’জন স্বাবলম্বী মানুষের মধ্যে আর্থিক সমতা বিধানের হাতিয়ার নয়। রেলওয়ের এক পদস্থ মহিলা আধিকারিকের খোরপোশের আর্জি মামলায় এই মন্তব্য করেছে হাইকোর্ট।
২০১০ সালে ওই মহিলার এক আইনজীবীর সঙ্গে বিয়ে হয়েছিল। মাত্র ১৪ মাসের মধ্যেই তাঁরা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। একে অপরের বিরুদ্ধে মানসিক ও শারিরিক নির্যাতনের অভিযোগ তোলেন তাঁরা। সেই মামলায় মহিলার স্থায়ী খোরপোশের দাবি খারিজ করে দেয় পারিবারিক আদালত। এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হন ওই মহিলা। এদিনের শুনানিতে হাইকোর্টের বেঞ্চ বলেছে, খোরপোশের আবেদকারীকে আর্থির সাহায্যের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে হয়। আদালত বলেছে, ‘হিন্দু বিবাহ আইনের ২৫ ধারা অনুযায়ী স্বাধীন ও স্বাবলম্বী আবেদনকারীকে খোরপোশ মঞ্জুর করা যাবে না। আবেদনকারীর অর্থনৈতিক পরিস্থিতির উপর ভরনপোষণ বিবেচিত হয়।’