• মনোনয়ন বাতিল এলজেপি প্রার্থীর, একা লড়াইয়ের বার্তা জেএমএমের
    বর্তমান | ১৯ অক্টোবর ২০২৫
  • পাটনা: ভোটমুখী বিহারে ধাক্কা এনডিএ, মহাগঠবন্ধন উভয় শিবিরেই। এনডিএ শরিক কথা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানের দলের এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে গেল। সারন জেলার মারহাউরা আসনে এলজেপি (রামবিলাস) প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছিলেন সীমা সিং। কিন্তু শনিবার স্ক্রুটিনি পর্বে টেকলিক্যাল কারণে ওই প্রাক্তন ভোজপুরী অভিনেত্রীর মনোনয়ন খারিজ হয়ে যায়। এব্যাপারে চিরাগ বলেছেন, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে হল। সমস্যার সমাধান হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। ওই আসনে আর এক নির্দল প্রার্থীরও মনোনয়ন বাতিল হয়েছে। ফলে মারহাউরা আসনে আরজেডির বর্তমান বিধায়কের সঙ্গে জন সুরাজ পার্টির সরাসরি টক্কর হতে পারে বলে মনে করা হচ্ছে। 

    অন্যদিকে, আসন ভাগাভাগি নিয়ে শরিকি দ্বন্দ্বে বিপর্যস্ত বিরোধী মহাগঠনবন্ধন শিবিরের সমস্যা আরও বাড়ল। এদিন একক শক্তিতে বিহারে ভোটের ময়দানে নামার কথা ঘোষণা করেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)। শুধু তাই নয়, বিহারে ভোট মিটলে ঝাড়খণ্ডে কংগ্রেস ও আরজেডির সঙ্গে জোটের বিষয়টিও পর্যালোচনা করে দেখার কথা জানিয়েছে জেএমএম। এক সাংবাদিক বৈঠকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী শিবু সোরেনের দলের সাধারণ সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, বিহারে ছ’টি আসনে লড়বে জেএমএম। ওই আসনগুলিতে দ্বিতীয় পর্বে ভোটগ্রহণ। শরিকদের কাছে দাবি মতো আসন মেলায় জেএমএমের এই সিদ্ধান্ত। এমনিতেই আসন সমঝোতা নিয়ে এখনও ঘর গুছিয়ে প্রচারে নামতে পারেনি ইন্ডিয়া তথা মহাগঠবন্ধন শরিকরা। প্রথম পর্বের অন্তত সাতটি আসনে একে অপরের মুখোমুখি জোটের শরিক দলগুলি। তার উপর জেএমএমের হুঁশিয়ারিকে বিরোধী ঐক্যের আশায় বড়সড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। এরইমধ্যে তৃতীয় দফায় ৬ প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। সবমিলিয়ে হাতশিবির ৫৪ আসনে প্রার্থীদের নাম জানাল।     
  • Link to this news (বর্তমান)