• মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা, আত্মসমর্পণ মাওবাদী নেত্রী গীতার
    বর্তমান | ১৯ অক্টোবর ২০২৫
  • রায়পুর: মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। পূর্ব বস্তার ডিভিশনে সক্রিয় মাওবাদী কমান্ডার গীতা ওরফে কামলি সালামের খোঁজে দীর্ঘদিন ধরে তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। তবে ধরা যায়নি তাকে। অবশেষে শনিবার পুলিশের কাছে আত্মসমর্পণ করল ওই মাওবাদী নেত্রী। কেন আত্মসমর্পণ? সে নিজেই জানিয়েছে, সাম্প্রতিক সময়ে একাধিক নেতার আত্মসমর্পণ ও সংগঠনের ভিতর মতবিরোধ তাকে প্রভাবিত করেছে। গত শুক্রবার জগদলপুরে ২১০ জন মাওবাদী আত্মসমর্পণ করেছিল। তাদের মধ্যে ছিল কেন্দ্রীয় কমিটির এক সদস্য ও দণ্ডকারণ্য বিশেষ জোনাল কমিটির চার নেতা। এই ঘটনার এক দিন পরেই ধরা দিলেন গীতা। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেছেন, ‘সরকারের বিশ্বাস, আলোচনা ও উন্নয়নের নীতির সাফল্য। এই আত্মসমর্পণই তার প্রমাণ।’ এদিকে, প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় দু’জন তরুণ মাওবাদী আলব্রেট লোমগা (১৯) ও বিকাশ লোমগা (২০)-কে গ্রেফতার করেছে পুলিশ।
  • Link to this news (বর্তমান)