• মদনমোহনবাড়ির কাঠামিয়া মন্দির, অষ্টধাতুর বিগ্রহের আদলে বড় তারামায়ের বিশাল মূর্তি বানিয়ে পুজো
    বর্তমান | ১৯ অক্টোবর ২০২৫
  • সুকান্ত গঙ্গোপাধ্যায়, কোচবিহার: কোচবিহারের মদনমোহন মন্দিরে মদনমোহনের গর্ভগৃহের ঠিক পাশের ঘরেই রয়েছে বড় তারামায়ের অষ্টধাতুর বিগ্রহ। রাজ আমলের সেই বিগ্রহের আদলেই কাঠামিয়া মন্দিরে তৈরি করা হচ্ছে বড় তারামায়ের সুবিশাল মাটির প্রতিমা। আগামী ২০ অক্টোবর বড় তারামায়ের পুজো। কাঠামিয়া মন্দিরের ভিতরেই প্রতিমা বানানোর কাজ শেষ হলে ওই দিন বিকেলে মাকে গয়না পরানো হবে। এরপর রাত সাড়ে ৮টায় পুজো শুরু হবে। 

    রাজ আমলে চালু হওয়া এই পুজোয় গভীর রাতে পঞ্চবলির প্রথা রয়েছে। পাঁঠা, হাঁস, ভেড়া, মাগুর মাছ ও পায়রা বলি দেওয়া হয়। সেই সঙ্গে শোল মাছ পোড়া দেওয়া হয়। সেটি মায়ের জন্য উৎসর্গ করা ভোগের সঙ্গে মিশিয়ে নিবেদন করা হয়। এখানে মায়ের বাঁ হাতে খড়্গ, গলায় মুণ্ডমালা ও ব্যাঘ্র চর্ম পরিহিতা। সঙ্গে থাকে ডাকিনি যোগীনি। নীচে শায়িত থাকেন মহাকাল বা শিব। 

    বহু পূর্বে বড় তারামায়ের বিগ্রহ কোচবিহার রাজপ্রসাদে ছিল। ১৮৮৯ সালে মদনমোহন মন্দির প্রতিষ্ঠার পর অন্যান্য বিগ্রহের সঙ্গে সেই বিগ্রহও এখানে চলে আসে। বড় তারামায়ের প্রতিমা নির্মাণ করে এখানে পুজো করা হয়। বংশপরম্পরায় প্রভাত চিত্রকর এই প্রতিমা নির্মাণের কাজ করে আসছেন। এবার এই পুজোর বাজেট ৪২ হাজার টাকা। 

    মদনমোহন মন্দির সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর রাতে পুজো শুরু হয়ে রাত সাড়ে ১২টায় পুজোর সমাপ্তি হবে। ভোগ বিতরণের কাজ শুরু হবে রাত ২টো নাগাদ। উল্লেখ্য, মদনমোহন মন্দিরে বড় তারামায়ের পুজো দেখতে গভীর রাতেও কোচবিহারের বহু বাসিন্দা কাঠামিয়া মন্দিরে ভিড় করেন। রাতে তারামায়ের পুজো শেষ হওয়ার পরের দিন কোচবিহারের লম্বা দিঘিতে প্রতিমা বিসর্জন হয়। দুর্গাপুজোর পর ওই দিঘিতেই বড়দেবীরও প্রতিমা বিসর্জন দেওয়া রীতি। যুগ যুগ ধরে রাজ আমলের প্রথা মেনে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই পুজো হয়ে আসছে। 

    মদনমোহন মন্দিরের পুরোহিত শিবকুমার চক্রবর্তী বলেন, বড় তারামায়ের অষ্টধাতুর যে বিগ্রহ মন্দিরে রয়েছে তার আদলেই বড় তারামায়ের মাটির প্রতিমা নির্মাণ করে পুজো হয়। এখানে পঞ্চবলির প্রথা রয়েছে। অন্ন ভোগের সঙ্গে শোল মাছ পোড়া মিশিয়ে মাকে নিবেদন করা হয়। পুজোর জন্য সবরকমের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)