• চিন্ময় টিকিট পেলে পাল্টা নির্দল প্রার্থী দাঁড় করানোর হুঁশিয়ারি, গাজোলে গেরুয়া শিবিরে ‘বিদ্রোহ’
    বর্তমান | ১৯ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: দলের অন্দরে ফিসফিস চলছিল। এবার বিস্ফোরণ বিজেপিতে। পরের বিধানসভা নির্বাচনে গাজোলের বর্তমান বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মণকে প্রার্থী করলে প্রকাশ্যে বিরোধিতা করা হবে। পাল্টা নির্দল হিসেবে কাউকে দাঁড় করানোর হুঁশিয়ারিও দিয়েছেন একাংশ নেতা,কর্মী। 

    শুক্রবার বিকেলে বিজয়া সম্মিলনি অনুষ্ঠানে বিক্ষুব্ধরা একসুরে দলের বিধায়কের বিরুদ্ধে সুর সপ্তমে তোলেন। সেখানে গাজোলের একাধিক মণ্ডলের বর্ষীয়ান এবং নতুন একাংশ কার্যকর্তা অংশ নিয়েছিলেন। বক্তৃতা দেওয়ার সময় অনেকে বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। পাশাপাশি, বিক্ষুব্ধরা শ্যামাপ্রাসাদ মুখোপাধ্যায় নামে একটি মঞ্চ তৈরি করেছেন। কেন ক্ষোভ বাড়ছে বিধায়কের বিরুদ্ধে? বিজেপির গাজোলের নেতৃত্ব এবং কর্মীদের একাংশের দাবি, এখানে অতীতে সংগঠন মজবুত ছিল না। গাজোলে পদ্মের বিধায়ক এবং উত্তর মালদহে সাংসদও ছিল না। সংগঠন মজবুত করতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেন। সবসময় একে অপরের খোঁজ রাখতেন। বিরোধীদের বিরুদ্ধে একজোট হয়ে কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়তেন। তাঁরাই এখন কোণঠাসা। গাজোলে দল এখন অনেক গোষ্ঠীতে বিভক্ত। পুরনোদের দলের কর্মসূচিতে ডাকা হচ্ছে না। বর্তমান বিধায়কের বিরুদ্ধে উন্নয়নমুলক কাজ না করার অভিযোগও করছেন একাংশ।  

    বিজয়া সম্মিলনিতে অংশ নেওয়া গাজোলের বিক্ষুব্ধ বিজেপি নেতা তথা শ্যামাপ্রাসাদ মুখোপাধ্যায় মঞ্চের অন্যতম সদস্য প্রফুল্ল চন্দ্র সরকার বলেন, আগামী বিধানসভা ভোটের প্রার্থী নিয়ে আলোচনা হয়েছে। আমরা বর্তমান বিধায়ককে চাই না। তাঁকে মাঠে লড়াই করতেই দেখলাম না। ফের প্রার্থী করা হলে আমরা নেই। বিজেপির টিকিটে অন্য মুখ দেখতে চাই। না হলে নির্দল প্রার্থী দেব।

    চিন্ময়ের বক্তব্য, বিজয়া সম্মিলনি হয়েছে। সেটা ফেসবুকে দেখতে পেয়েছি। গৃহযুদ্ধ নেই। বিজেপির বরিষ্ঠ কার্যকর্তাদের কারও সঙ্গে কথা কাটাকাটি হয়নি। মনোমালিন্যও নেই। আমার কাজে তাঁরা অসন্তুষ্ট হতেই পারেন। সবার কাছে তো আর ভালো হতে পারি না। মানুষের জন্যই কাজ করছি।
  • Link to this news (বর্তমান)