• ধূপগুড়ির নেতাজিপাড়া কালচারালে এবার মীনাক্ষী মন্দির
    বর্তমান | ১৯ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, ধূপগুড়ি: মীনাক্ষী মন্দির দেখার ইচ্ছে থাকলেও অর্থ এবং দূরত্বের কারণে অনেকের সেই স্বপ্ন অধরা থেকে যায়। এবার তাঁদের স্বপ্নপূরণ করতে চলেছে ধূপগুড়ির নেতাজিপাড়া কালচারাল ক্লাব। ক্লাবের ৩০তম কালীপুজোয় এবছরের থিম তামিলনাড়ুর মীনাক্ষী মন্দির। ইতিমধ্যেই কাজ শেষের দিকে। রবিবার ঘটা করে তার উদ্বোধন করা হবে। সুন্দর এই মীনাক্ষী মন্দির দর্শনার্থীদের মনে কাড়া নাড়বে বলে আশাবাদী ক্লাব সদস্যরা। এছাড়াও থাকছে প্রতিমা ও আলোকসজ্জাতে চমক। 

    ক্লাব সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ির ঠাকুরপাঠের মৃৎশিল্পী গদাধর পাল তৈরি করেছেন এক ব্যতিক্রমী কালী প্রতিমা। এছাড়াও আলোকসজ্জা তৈরি করতে নবদ্বীপ থেকে এসেছেন শিল্পীরা। তাই প্রতি বছরের মতো এবছরও অন্যান্য ক্লাবগুলিকে মণ্ডপ থেকে আলোকসজ্জা ও প্রতিমায় টক্কর দেবে এই ক্লাব বলে আশা করছেন পুজো উদ্যোক্তরা। ক্লাব সম্পাদক শ্রীকুমার পাল ও পুজো উদ্যোক্তা হরিদাস কর বলেন, আমাদের এবছর পুজোর বাজেট ২১ লক্ষ টাকা। দর্শনার্থীদের কথা মাথায় রেখে সমস্ত রকম আয়োজন করা হয়েছে। মালদার শিল্পীরা এসে মীনাক্ষী মন্দির তৈরি করেছেন। 

    অন্যদিকে, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভে যাওয়ার ইচ্ছে থাকলেও যাঁদের যাওয়া হয়ে ওঠেনি তাঁদের জন্য এবারের দীপাবলিতে আরেকটা সুযোগ অপেক্ষা করে থাকবে ধূপগুড়ির বৈরাতিগুড়ি সর্বজনীন শ্যামাপুজো কমিটির আয়োজনে। গঙ্গা ও যমুনা নদীর সংগমস্থল ফুটিয়ে তোলার সঙ্গে তাঁবু, সন্ন্যাসীদের আখড়া, নাগা সন্ন্যাসীদের ভিড়, বেইলি ব্রিজ, নৌকা বিহার, নাগবাসুকি মন্দির, আকবরের কেল্লা দিয়ে পরিসর যেমন সেজে উঠছে, তেমনই থিমকে জীবন্ত করতে গঙ্গা ও যমুনার উপর হুবহু দু’টি প্রকাণ্ড সেতু তৈরি করা হয়েছে। বৈরাতিগুড়ি সর্বজনীন শ্যামাপুজো কমিটির যুগ্ম সম্পাদক দীপ বক্সি বলেন, পুজোর থিমে বৈরাতিগুড়ি প্রতিবারই দর্শকদের অকুণ্ঠ প্রশংসা পেয়েছে। দর্শনার্থীরা মহাকুম্ভের আমেজ এবং স্মৃতি সঙ্গে নিয়ে ফিরবেন।  নেতাজিপাড়া কালচারালের প্যান্ডেল। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)