নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, দার্জিলিং: গত ১৫ অক্টোবর দার্জিলিংয়ের লালকুঠিতে প্রশাসনিক সভা থেকে হেঁটে ফেরার সময় চিত্রশিল্পী কুমার ছেত্রীকে বাড়ির বাইরে ছবি আঁকতে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন, কুমারের কাছে তুলি চেয়ে ছবিও আঁকেন। শনিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে সেই বাড়িটি।
খবর পেয়ে দমকল বাহিনী, সদর থানার পুলিশ, সিভিল ডিফেন্স এবং স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে নামেন। কিন্তু ততক্ষণে দোতলা বাড়িটি ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডের সময় চিত্রশিল্পীর স্ত্রী বিমলা তামাং ছেত্রী এবং তাঁদের ২৭ বছরের মেয়ে বাড়িতেই ছিলেন।
বিমলা জানান, আগুন লাগার সময় তিনি নীচতলায় রান্না করছিলেন। উপর তলা থেকে ধোঁয়া উঠতে দেখেন তৎক্ষণাৎ ছুটে যান। মেঝেতে মাদুর ফেলে আগুন নেভানোর চেষ্টা করলেও দ্রুত ছড়িয়ে পড়ে। তাঁর পায়ে সমস্যা বলে নীচে নামা কঠিন ছিল। শেষপর্যন্ত স্থানীয়রাই তাঁকে উদ্ধার করেন। মেয়ে কিছুক্ষণ ঘরের ভিতরে থেকে আগুন নেভানোর চেষ্টা করলেও সফল হননি। অগ্নিকাণ্ডে নথিপত্র, গয়না এবং কুমার ছেত্রীর তৈরি পাঁচটি চিত্রকর্মও পুড়ে যায়। বিমলা বলেন, সরকারি আধিকারিকরা সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। কিন্তু এখন আর তাঁদের মাথাগোঁজার ঠাই নেই।