• জলদাপাড়া থেকে ভেসে আরও গন্ডার কি পাতলাখাওয়ায়? খোঁজ
    বর্তমান | ১৯ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: প্রবল জলের তোড়ে জলদাপাড়া অভয়ারণ্য থেকে আরও গন্ডার ভেসে এসেছে কি না, নিশ্চিত হতে চায় বনদপ্তর। তাই কোচবিহার বনদপ্তরের অধীনে পাতলাখাওয়া জঙ্গলে খোঁজ চালিয়ে যাওয়া হবে। 

    সম্প্রতি পাহাড়ের প্রবল বর্ষণে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর ব্যাপক বৃদ্ধি পেয়েছিল। তারই জেরে জলদাপাড়া অভয়ারণ্যের একাংশ এলাকা প্লাবিত হয়। বেশ কয়েকটি গন্ডার জলের তোড়ে ভেসে চলে আসে। কোচবিহারের পুণ্ডিবাড়ি ও আলিপুরদুয়ার জেলার বিভিন্ন জায়গায় গন্ডারগুলি কোনও মতে নদীর জল থেকে উঠে ডাঙায় ও জঙ্গল এলাকায় আশ্রয় নিয়েছিল। ঢুকে পড়েছিল লোকালয়েও। তারপর থেকেই বনদপ্তর এদের উদ্ধার করে ফের জঙ্গলে পাঠানোর জন্য তৎপরতা শুরু করে। প্রায় ১৫ দিনের চেষ্টায় কোচবিহার ও আলিপুরদুয়ার থেকে মোট দশটি গন্ডার উদ্ধার করা হয়। তার মধ্যে পাঁচটি গন্ডারকে কোচবিহারের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গন্ডারগুলিকে জলদাপাড়ায় ছাড়া হয়েছে। কিন্তু পাতলাখাওয়ার জঙ্গলে আরও গন্ডার থাকতে পারে বলে বনদপ্তরের সন্দেহ। আর তা যদি হয় তাহলে সেগুলিকেও ফেরত পাঠাতে হবে।

    পাতলাখাওয়ার জঙ্গলে গন্ডার নিয়ে আসার জন্য এক সময় তৎপরতা শুরু হলেও আজও তা বাস্তবায়িত হয়নি। এখানে বর্তমানে যা অবস্থা তাতে তিনটি গন্ডার থাকতে পারবে। পর্যাপ্ত ঘাস ও গন্ডারের থাকার মতো খাবার ও জঙ্গল এখানে নেই। তাই যদি আরও গন্ডার এখানে থাকে তাদেরও জলদাপাড়া অভয়ারণ্যে পাঠানো হবে। সেই কারণেই আপাতত পাতলাখাওয়ার  জঙ্গলে চালিয়ে যাওয়া হবে গন্ডার খোঁজার কাজ। কোচবিহার বনদপ্তরের এডিএফও বিজনকুমার নাথ বলেন, আমরা কোচবিহার জেলা থেকে মোট পাঁচটি গন্ডার উদ্ধার করে জলদাপাড়ায় পাঠিয়েছি। আরও গন্ডার পাতলাখাওয়ার জঙ্গলে রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জলের তোড়ে আরও গন্ডার ভেসে এসেছে কি না, তা তো নিশ্চিত করে বলা যায় না! তাই এই খোঁজ চলবে।

    পুণ্ডিবাড়ি বাজার, পুঁটিমারি বক্সিরবস এলাকায় দু’টি ও আরও তিনটি গন্ডার পাতলাখাওয়া এলাকায় চলে এসেছিল। এদের আক্রমণে একজনের প্রাণহানি ও একজন গুরুতর জখম হয়েছিলেন। জলদাপাড়া অভয়ারণ্য থেকে চারটি হাতি নিয়ে এসে বহু কষ্টে গন্ডারগুলিকে উদ্ধার করা হয়।
  • Link to this news (বর্তমান)