মঙ্গল ঘোষ, মালদহ: ইংলিশবাজার শহরের পল্লিশ্রী ৮৬ ক্লাব এবারও বিগ বাজেটের কালীপুজো আয়োজন করে চমক দিতে চলেছে। ৪০ তম বর্ষে ক্লাবের বিশেষ আকর্ষণ রাজস্থানের বিয়েবাড়ির আদলে মণ্ডপ। আগামীকাল, সোমবার ঘটা করে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে। উদ্যোক্তাদের দাবি, রাজস্থানে বিয়ে বা বিভিন্ন অনুষ্ঠানবাড়িতে জাঁকজমকপূর্ণ প্যাণ্ডেল করা হয়। সেখানে রাজ্যে সংস্কৃতি, ঐতিহ্য কারুকার্য করে ফুটিয়ে তোলা হয়। দর্শনার্থীরা এবার ক্লাবের মণ্ডপে ঢুঁ দিলে তাক লেগে যাবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ক্লাবের সভাপতি পদে রয়েছেন উত্তম বসাক ও সম্পাদক সরোজ নাথ।
ক্লাবের অন্যতম সদস্য প্রসেনজিৎ দাস বলেন, পল্লিশ্রী ৮৬ ক্লাবের পক্ষ থেকে এলাকা সহ জেলাবাসীকে দীপাবলির শুভেচ্ছা এবং মণ্ডপে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবার আমাদের কালীপুজোর থিম রাজস্থানের বিয়ে বাড়ির আদলে মণ্ডপ। মা চিন্ময়ী। পুজোর কয়েকদিন একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশিষ্টদের সংবর্ধনা দেওয়া হবে।
ক্লাব সূত্রে জানা গিয়েছে, ৪০ বছর আগে পল্লিশ্রী ৮৬ ক্লাব তৈরি হয়। ১২ নম্বর জাতীয় সড়কের ধারে তাদের কালীপুজো জেলার মধ্যে অন্যতম বড়। পুজো দেখতে গ্রামীণ এলাকা থেকেও দর্শনার্থীরা ভিড় করেন। আজ, রবিবার ক্লাবের পুজোর অনুষ্ঠান শুরু হয়ে যাবে। প্রথম দিন থাকছে অঙ্কন প্রতিযোগিতা। ২০ অক্টোবর পুজোর সূচনার পর ২৩ অক্টোবর মূল সাংস্কৃতিক অনুষ্ঠান। কলকাতা থেকে জনপ্রিয় শিল্পীদের আনা হচ্ছে।
প্রসেনজিৎ বলেন, জেলার অনেকে বিয়ে বা শ্রাদ্ধবাড়ির অনুষ্ঠান শেষে বেঁচে যাওয়া খাবার দুঃস্থদের মধ্যে কষ্ট করে পৌঁছে দেন। তাঁদের সংবর্ধনা দেওয়া হবে। জেলার একজন খুদে প্রতিভাবান মহিলা ক্রিকেটার রয়েছে। সে ভবিষ্যতে বাংলার হয়ে খেলবে। এছাড়াও জেলার জাতীয় পর্যায়ের তাইকোন্ডো খেলোয়াড়দের আমরা সংবর্ধনা দেব।