সংবাদদাতা, চোপড়া: চারিদিকে যখন কালী মায়ের আরাধনার জোর প্রস্তুতি চলছে, সেসময় দুর্গার আরাধনায় মাতবে হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি গ্রাম। বহু যুগ ধরে এখানে দুর্গাপুজো হয় কালীপুজোর পরের দিন। আগামী ২২ অক্টোবর, বুধবার এখানে দেবী দুর্গার আরাধনা হবে। পুজো উপলক্ষ্যে দু’দিনের পালাগান ও মেলাও বসবে।
এই দুর্গাপুজোকে ঘিরে প্রতিবছরই মেতে ওঠেন চোপড়া ব্লকের আমবাড়ি, হরিনাথগছ, খেরিবাড়ি সহ বিভিন্ন এলাকার মানুষ। পুরনো প্রথা মেনেই কালীপুজোর পর গোবর্ধনপুজোর দিনে এই দুর্গাপুজো হয়। পুজো কমিটির সম্পাদক অশোক সিংহ জানান, পূর্বপুরুষদের সময় থেকে এই প্রথা চলে আসছে। পুজো কমিটির সভাপতি সাজন সিংহ জানিয়েছেন, বুধবার পুজো হবে। বৃহস্পতিবার পর্যন্ত পালাটিয়া গানের আসর চলবে। মেলাও বসবে। উত্তরবঙ্গের পাশাপাশি বিহারের মানুষও এই পুজোয় আসেন।
এলাকার চারপাশে চা বাগান। একপ্রান্তে স্থায়ী মন্দির। সেখানে সিংহবাহিনী দুর্গার সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতীর পুজো হয়। স্থায়ী মন্দিরে মা দুর্গার পাশাপাশি ৬৪ দেবদেবীরও পুজোও হয়।
এই মেলার বিশেষ আকর্ষণ ‘বাঘচাবা’ ফলের বিক্রি। স্থানীয় বাসিন্দা নকুল সিংহ জানান, আমবাড়ির দুর্গাপুজোর মেলায় ‘বাঘচাবা’ ফলের ব্যাপক চাহিদা থাকে। অবিকল আলুর মতো দেখতে এই ফলটি চোপড়ায় ‘বাঘচাবা’ নামে পরিচিত। এবং স্থানীয় চাষিদের একাংশ এটি চাষ করেন। এখানে জিলিপি মিষ্টির সঙ্গে ‘বাঘচাবা’ ফলের বিক্রি হয় সর্বাধিক। এই ফল কিনতে অনেকেই দূরদূরান্ত থেকে মেলায় আসেন। নিজস্ব চিত্র