এবার বাজি বাজারে নজর কাড়ছে ‘ভারত ট্যাঙ্ক’ ও ড্যান্সিং স্পিনার
বর্তমান | ১৯ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: রায়গঞ্জ স্টেডিয়ামের পরিবেশবান্ধব সবুজ বাজি বাজারের আতশবাজিতেও যুদ্ধের ছোঁয়া। বাহারি সমস্ত আতশবাজির মধ্যে এবার তুরুপের তাস হিসেবে নজর কাড়ছে ‘ভারত ট্যাঙ্ক’ বাজি। এর বিশেষত্ব হল গোটা আতশবাজিটি দেখতে একেবারে যুদ্ধের ট্যাঙ্কের মতো। যার সলতেতে আগুন দিলেই ট্যাঙ্কটি চলতে শুরু করবে। রকমারি রঙের ফুলঝুড়ি ছুটিয়ে ভিন্ন পথে ছুটে যাওয়ার চেষ্টা করবে। দেখে মনে হবে যেন যুদ্ধ ট্যাঙ্কটি গোলা দাগছে শত্রু শিবিরে। যা বাচ্চাদের আকৃষ্ট করেছে। শুধু যুদ্ধ ট্যাঙ্ক নয়, ব্যাঙ বাজি, ড্যান্সিং স্পিনার, লেজার শো, বিয়ার ক্যানের মতো বাহারি আতশবাজির সম্ভার এসেছে বাজি বাজারে।
রায়গঞ্জ স্টেডিয়ামে বাজিবাজারের বিক্রেতা গৌতম সাহা বলেন, এবারই প্রথম ভারত ট্যাঙ্ক নামে আতশবাজি এখানকার বাজি বাজারে এসেছে। এই বাজির চরিত্র আনন্দ দেবে শিশুদের। দাম দেড়শো থেকে দুশো টাকার মধ্যে। শুধু তাই নয় এবার আমাদের বাজারে যত রকমের বাজি এসেছে, তার মধ্যে বেশিরভাগই শিশু মনকে আনন্দ দেয় এমন ভাবনা প্রকাশ পাচ্ছে।
শিশু ক্রেতাদের কথা মাথায় রেখেই এবার ব্যাঙবাজি আনা হয়েছে। যার সলতেতে আগুন দিলেই ব্যাঙের মতো লাফালাফি করবে বাজি। এছাড়াও নিত্যনতুন আকৃতির তুবড়িতে ছেয়ে গিয়েছে গোটা বাজার। গালভরা নাম হলেও স্পাইক, জাদুগর, লেমন ট্রি, পিঙ্কি পি নামে নতুন ধরনের তুবড়িও বেশ নজর কাড়ছে বাচ্চাদের।
আরেক বিক্রেতা বাপি সাহা বলেন, ড্যান্সিং স্পিনার নামে নতুন বাজি আনা হয়েছে। যা রঙিন আগুনের ফুলকি সহযোগে লাট্টুর মতো ঘুরবে এবং লাফাবে। সঙ্গে লেজার শো, ব্যাটবল আকৃতির আতশবাজিও বাজারে নতুন। আবার হ্যাপি দশেরা নামের বাজিও এসেছে। যেটি দেখতে রাবণের আকৃতির মতো। যার দশটি মাথা রয়েছে। এটিও একটি তুবড়ি। বিক্রেতারা জানিয়েছেন, বেশিরভাগ বাজির দাম ৬০ থেকে ৫০০ টাকার মধ্যে। নিজস্ব চিত্র