চৌরঙ্গী মোড়ে জ্বলছে না হাইমাস্ট আলো, আঁধারে সমস্যায় স্থানীয়রা
বর্তমান | ১৯ অক্টোবর ২০২৫
সংবাদদাতা, ইটাহার: পাঁচদিন ধরে ইটাহার চৌরঙ্গী মোড়ের উচ্চবাতি স্তম্ভের আলো জ্বলছে না। জ্বলছে না জাতীয় সড়কের ডিভাইডারে প্রায় ১ কিমি রাস্তার পথবাতিও। সন্ধ্যা হতেই অন্ধকারে ডুবে থাকছে ইটাহার সদর এলাকা। যার জেরে রাতে যাতায়াতে সমস্যায় পড়ছেন পথচলতি মানুষ। আলোর দাবিতে পথ সরব হয়েছেন টোটোচালকরা। জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও প্রশাসনকে জানিয়েও সমস্যা মিটছে না বলে ক্ষোভ বাসিন্দাদের। তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
ইটাহার শহরের প্রাণকেন্দ্র চৌরঙ্গী মোড়ে রয়েছে হাইমাস্ট লাইট। বেশকয়েকদিন সেটি বন্ধ। আলো না থাকায় সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দা থেকে পথচলতি মানুষ। ইটাহারের সরাইদিঘি থেকে বিধিবাড়ি পর্যন্ত প্রায় ১ কিমি রাস্তার ডিভাইডারের পথবাতিও বন্ধ।
স্থানীয় ব্যবসায়ী অভিজিৎ দাস জানান, অন্ধকারে ভয়ে ভয়ে মানুষ রাস্তা পারাপার করছেন। আমাদের ব্যবসাতেও সমস্যা হচ্ছে। অন্ধকার থাকায় দোকানে ক্রেতাও আসছেন না। দু’দিন আগেও এক বৃদ্ধা অন্ধকারে রাস্তা পার হতে গিয়ে লরির ধাক্কায় মারা গিয়েছেন। টোটোচালকরা দ্রুত আলো জ্বালানোর দাবি তুলেছেন। রাস্তায় কেন আলো জ্বলছে না? রায়গঞ্জ ফরাক্কা হাইওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিক সাপ্লাইয়ের কেবলে ফল্ট হয়েছে। কিন্তু সেটি চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। কারণ, চৌরঙ্গী এলাকায় কিছু ব্যবসায়ী জাতীয় সড়ক কর্তৃপক্ষের জায়গায় দোকানের কংক্রিটের নির্মাণকাজ করেছেন। জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রোজেক্ট হেড বিপ্লব রায় বলেন, আমাদের টিম সমস্যা সমাধানের জন্য কাজ করছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।-নিজস্ব চিত্র