দাম চড়ছে আনাজের, ফাটকাবাজির চেষ্টা বাজারে আচমকা পরিদর্শনে এসডিও
বর্তমান | ১৯ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বিপর্যয়কে ঢাল করে বাজারে দাম চড়ছে আনাজের। কারও আবার বক্তব্য, কালীপুজোর চাঁদার কারণে সবজির গাড়ি ঢুকছে না। সবমিলিয়ে উৎসবের মরশুমে অনেকটাই বেড়ে গিয়েছে আনাজপাতির দাম। পরিস্থিতির সুযোগ নিয়ে একশ্রেণির অসাধু ব্যবসায়ী ফাটকাবাজির চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ। এরই পরিপ্রেক্ষিতে শনিবার জলপাইগুড়ির দিনবাজারে আচমকা হানা দেন সদরের মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। তাঁর সঙ্গে ছিলেন কৃষি বিপণন দপ্তরের আধিকারিক সহ মহকুমা টাস্ক ফোর্সের সদস্যরা। যেসব বিক্রেতা আনাজের দাম বেশি নিচ্ছিলেন, সতর্ক করা হয় তাঁদের। এরপরও যদি পাইকারি বাজারের তুলনায় খুচরো বাজারে দাম বেশি নেওয়া হয়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিক্রেতাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়।
পরিদর্শন শেষে মহকুমা শাসক বলেন, উৎসবের মরশুমে যাতে বাজারে জিনিসপত্রের দাম ঠিক থাকে, সেজন্য এদিন টাস্ক ফোর্সের পক্ষ থেকে জলপাইগুড়ির দিনবাজারে আচমকা হানা দেওয়া হয়। কয়েকজন ব্যবসায়ী একটু বেশি দামে আনাজ বিক্রির চেষ্টা করছিলেন। তাঁদের সতর্ক করা হয়েছে। এসডিও বলেন, পাইকারি বাজারে এখন ১৮ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। ফলে খুচরো বাজারে তা কখনওই ২৫ টাকার বেশি হওয়া উচিত নয়। কিন্তু এদিন দেখা যায়, দিনবাজারে কয়েকজন খুচরো ব্যবসায়ী ৩০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করছেন। তাঁদের সতর্ক করা হয়েছে। কোনওভাবে ফাটকাবাজি চলবে না বলে জানিয়ে দিয়েছি আমরা। শহরের অন্য বাজারগুলির উপরও টাস্ক ফোর্স নজর রাখছে। সময়মতো আমরা হানা দেব।