নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দুর্যোগ পরবর্তী সময়ে শিলিগুড়ি পুরসভা ও মহকুমা পরিষদ এলাকায় কত ক্ষয়ক্ষতি হয়েছে তা পর্যালোচনা করতে শনিবার বৈঠক করলেন মেয়র গৌতম দেব। শহরের ৩২ নম্বর ওয়ার্ডের জ্যোতির্ময় কলোনি সহ শহরের একাধিক এলাকা ও মহকুমা পরিষদ এলাকায় কোথায় কী ক্ষতি হয়েছে তার বিস্তারিত তথ্য খতিয়ে দেখেন মেয়র। এদিন শিলিগুড়ির পিডব্লুডি ইন্সপেকশন বাংলোয় এই বৈঠকে মেয়র ছাড়াও ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এসজেডিএ চেয়ারম্যান দিলীপ দুগার, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
সম্প্রতি লাগাতার বৃষ্টির কারণে পাহাড়ে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়। পাহাড়ের পাশাপাশি সমতলের বিভিন্ন এলাকাতেও এর প্রভাব পড়ে। শিলিগুড়ি সহ, পোড়াঝাড়, মাটিগাড়ার কয়েকটি এলাকাতেও জল ঢুকে গিয়ে সমস্যায় পড়ে সাধারণ মানুষ। পোড়াঝাড়ে বহু বাড়িতে জল ঢুকেছিল। সাধারণ মানুষকে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছিল। নষ্ট হয়েছে প্রয়োজনীয় সামগ্রী থেকে সকল ধরনের নথিপত্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন জন প্রতিনিধিরা। মিলেছে সরকারি সাহায্য। সরকার সকল নথি দ্রুত ফিরিয়ে দিতে শিবিরের ব্যবস্থা করেছে।
শনিবার এই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য নেন মেয়র। কোথাও কাজ করতে গিয়ে কোনও সমস্যা হচ্ছে কি না তাও খতিয়ে দেখেন তিনি। এসজেডিএ ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে কি না তাও দেখেন তিনি। পরে সংবাদমাধ্যমকে মেয়র বলেন, প্রাথমিক ভাবে বিস্তারিত ক্ষয়ক্ষতির একটি প্রাথমিক রিপোর্ট তৈরি করা হয়েছে। একাধিক দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে কাজের অগ্রগতির বাস্তব চিত্র দেখা হল। কাজে যেন কোনও খামতি না থাকে সেদিকে নজর দেওয়া হচ্ছে।