সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙায় এবারও মেলার মাঠে বসেছে বাজি বাজার। নয়টি দোকানে কেনাকাটাও চলছে ভালো। বাজি বিক্রেতারা জানান, ক্রেতা বাজারে ঢুকেই খুঁজছেন নতুন বাজি। পুরনো বাজি বিক্রি হলেও নতুন বাজি কিনতেই আগ্রহী বেশিরভাগ ক্রেতা। সান ফ্লাওয়ার, বাটার ফ্লাই, সেলফি ফ্লাশ সহ বেশকিছু নতুন বাজি কিনতে আগ্রহ দেখাচ্ছেন তরুণরা। স্কাই শট বাজিও বিক্রি হচ্ছে ভালো।
কয়েক বছর ধরে মাথাভাঙা থানার সামনের মাঠে বসছে বাজি বাজার। বাজি বিক্রেতাদের জন্য স্টল তৈরি করে দেওয়া হয়েছে। অগ্নিনির্বাপন ব্যবস্থা সহ প্রতিটি দোকান নির্দিষ্ট দূরত্ব রেখে করা হয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে চলছে বাজি বাজার। ব্যবসায়ীরা জানাচ্ছেন, গত কয়েকদিন যা ব্যবসা হয়েছে, আগামী দু’দিন তার দ্বিগুন ব্যবসা হবে। তবে এবছর সমস্ত বাজিকে টেক্কা দিচ্ছে সেলফি ফ্লাশ বাজি। সান ফ্লাওয়ার বাজিও বিকোচ্ছে ভালোই। থুবড়ির মতো মাটিতে অনেকটা জায়গা জুড়ে আলো ছড়াবে এই বাজি। স্কাই শট বাজি আকাশের দিকে কিছুটা উঠে আলো ছড়িয়ে দেবে। পুরনো সব বাজির সঙ্গে নতুন বাজি বাজার মাতাচ্ছে।
বাজি ব্যবসায়ী মনোজ সাহা, বিমান দত্ত বলেন, বাজির ব্যবসা ভালো হচ্ছে। শেষ দু’দিন আরও ভালো বিক্রির আশা করছি। এদিনও কিছুটা ভিড় ছিল। মাথাভাঙা থানার আইসি হেমন্ত শর্মা বলেন, বাজি বাজারে নিরাপত্তা ও অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা হয়েছে।