• তৃণমূলের শত্রু তৃণমূলই! নেতাদের মন্তব্যে সিলমোহর খোদ অনুব্রতের
    বর্তমান | ১৯ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: তৃণমূলের শত্রু তৃণমূলই! শনিবার সিউড়ি শহরের বিজয়া সম্মিলনির মঞ্চে এমনই আত্ম সমালোচনা করতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকে। রাজনৈতিক মহলের দাবি, বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে দলে গোষ্ঠীকোন্দল মাথাচাড়া দিচ্ছে। সেই কারণে প্রকাশ্য মঞ্চে দলের একাংশকে সংযত হওয়ার বার্তা দিলেন জেলার শীর্ষনেতারা। নেতাদের মন্তব্যকে সিলমোহর দিয়েছেন খোদ অনুব্রত মণ্ডল। 

    শনিবার সন্ধ্যায় সিউড়ি শহর তৃণমূল কংগ্রেসের তরফে বিজয়া সম্মিলনির আয়োজন করা হয়। তাতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধায়ক বিকাশ রায় চৌধুরী, সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা সহ জেলা ও শহরের নেতারা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মলয়বাবু বলেন, আমাদের শত্রু বিজেপি নয়। সিপিএমকে দেখা যায় না। কংগ্রেসকে খুঁজে পাওয়া যায় না। আমাদের শত্রু আমরা নিজেরাই। কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, একটা ওয়ার্ডে একাধিক নেতা হয়ে গিয়েছেন। যাঁর একটু নামডাক হয়ে গিয়েছে, করেকম্মে খাচ্ছেন, বাকি চারজন তাঁর পিছনে লেগে যাচ্ছে। তাঁকে টেনে নামাতে গিয়ে দলটাকে শেষ করে দিচ্ছে। তাঁর সংযোজন, কিছু তৃণমূল নেতা দলে কালিদাসের ভূমিকা পালন করছেন। যে ডালে বসে আছেন, সেই ডাল কাটার চেষ্টা করছেন। এখনই সংযত না হলে মুশকিল। কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষও বলেন, আমাদের শত্রু তো আমরাই। আমরা কাঁকড়ার জাত হয় গিয়েছি। ভালো নেতৃত্বকে টেনে নামানোর চেষ্টা করছে নেতাদেরই একাংশ। গত লোকসভায় বোলপুর, দুবরাজপুর থেকে সিউড়ি, একাধিক শহরে আমরা পিছিয়ে। এর কারণ কী, সবাই জানি। সিপিএমের সময় আমরা শহরে জিতলেও এখন কেন পারছি না? আমরা মানুষের কথা শুনছি না। আত্ম অহংকার বেড়ে যাচ্ছে। তবে সবাইকে সন্মান দিলে, দলের শৃঙ্খলা মেনে চললে পৃথিবীর কারও ক্ষমতা হবে না আমাদের হারানোর। সুদীপ রাহাও বলেন, দল সবার দিকে নজর রাখছে। 

    নেতাদের মন্তব্যে সিলমোহর দিয়ে অনুব্রত বলেন, ওঁরা ঠিকই বলেছেন। তৃণমূলের শত্রু বিজেপি, কংগ্রেস কিংবা সিপিএম নয়। তৃণমূলের শত্রু তৃণমূলই। অনুব্রত বলেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তিনটা ছাগল থাকলে খুব মারামারি করে। তিন নম্বর ছাগলের বাচ্চাটা খুব লাফায়। কিন্তু দুধ পায় না। তবে, অনুব্রতর এই মন্তব্য কাকে উদ্দেশ্য করে, তা অবশ্য খোলসা করেননি। 
  • Link to this news (বর্তমান)