• ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকরের বিষয়টি দেখছেন মুখ্যমন্ত্রী: দেব
    বর্তমান | ১৯ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, ঘাটাল: ঘাটাল মহকুমার বাসিন্দাদের দুর্দশার কথা বিবেচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকরী করার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। শনিবার সাংসদ দীপক অধিকারী(দেব) ঘাটালে এসে এমন কথাই বলেন। মাস্টার প্ল্যান-সংক্রান্ত প্রশাসনিক বৈঠক সহ বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে তিনি ঘাটালে এসেছিলেন। শহরের টাউন হলে ওই প্রশাসনিক বৈঠক শেষে দেব সাংবাদিকদের বলেন, ২০২৪সালের নির্বাচনের আগে আমরা কথা দিয়েছিলাম, যেভাবেই হোক ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করব। দিদি ও অভিষেকের সহযোগিতায় সেটাই হচ্ছে। অনেকেই স্বেচ্ছায় মাস্টার প্ল্যানের জন্য জমি দিচ্ছেন, জানতে পেরে ভালো লাগছে। কোথাও জমি নিতে সমস্যা হলে আমিও মানুষের কাছে যাব। কারণ আমি চাই, ঘাটাল মহকুমা সহ বিস্তীর্ণ এলাকার মানুষ জলযন্ত্রণা থেকে মুক্তি পান। তিনি এক প্রশ্নের উত্তরে বলেন, বিরোধীরা ঘাটাল মাস্টার প্ল্যানের বিরোধিতা করবেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কথায় নয়, কাজে প্রমাণ করে দিলেন। তিনি উন্নয়নের ক্ষেত্রে কখনও রাজনীতি করেন না।

    এদিনের বৈঠকে সেচদপ্তরের সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার আশিস দত্ত, এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার উত্তম হাজরা, মহকুমা শাসক সুমন বিশ্বাস, মহকুমার নানা ব্লকের বিডিও ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  আশিসবাবু বলেন, মাস্টার প্ল্যানের কাজ ভালো গতিতে এগচ্ছে। খুব তাড়াতাড়ি কয়েকটি খাল ও নদী ড্রেজিংয়ের কাজ শুরু হবে। শতাধিক সেতু তৈরি হবে। এর মধ্যে ৩৩টি সেতুর টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। দেব ঘাটাল উৎসব ও শিশু মেলা কমিটির সম্পাদকের পদেও রয়েছেন। এদিন তিনি ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে মেলার কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন। ২০২৬সালের কমিটি তৈরি করেন। বিকেলে ঘাটাল বিদ্যাসাগর স্কুলমাঠে শাসকদলের বিজয়া সম্মিলনিতে অংশ নেন। পরে শহরের কুশপাতা এলাকায় ১৭নম্বর ওয়ার্ডে একটি কালীপুজোর উদ্বোধন করেন।
  • Link to this news (বর্তমান)