নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: ধনতেরসের দিনে শহর থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি উদ্ধার করল কলকাতা পুলিশ। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে প্রেস ক্লাবের সামনে মেয়ো রোডে একটি গাড়ি আটক করে গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখা। সেই গাড়ি থেকে প্রায় ৬০০ কেজি বেআইনি আতশবাজি বাজেয়াপ্ত হয়। তার মধ্যে রয়েছে চকোলেট বোমা, নিষিদ্ধ শেল, কালীপটকা ইত্যাদি। গাড়ি থেকে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর নাম মহম্মদ জিশান। এই বিপুল পরিমাণ বাজি নিয়ে যাওয়া হচ্ছিল আসানসোলে। সেখানেই বিক্রির ছক ছিল যুবকের। এনিয়ে গত সাতদিনে শহরে বাজেয়াপ্ত হওয়া আতশবাজির পরিমাণ প্রায় ৪ হাজার কেজি।
এদিন সকালে পাঁচটি বিরাট আকারের কাগজের পেটি একটি গাড়িতে নিয়ে যেতে দেখা যায় এক যুবককে। সন্দেহ হয় পুলিশের। আটক করা হয় জিশানকে। তিনি ট্যাংরা থানা এলাকার বাসিন্দা। পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে, চম্পাহাটি থেকে বিপুল পরিমাণ বাজি কিনেছিল সে। কলকাতা পুলিশ এলাকায় কড়াকড়ি থাকায় বিক্রি করা যাবে না ভেবে বাজিগুলি আসানসোলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল সে। তার আগেই কলকাতা পুলিশের জালে আটকা পড়তে হয় তাকে। বিস্ফোরক আইনে ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করেছে গোয়েন্দা বিভাগ।
অন্যদিকে, হাওড়ার উলুবেড়িয়ায় অভিযান চালিয়ে ৩০০ কেজির বেশি নিষিদ্ধ বাজি উদ্ধার করল হাওড়া (গ্রামীণ) পুলিশ। ঘটনায় ন’জনকে গ্রেফতার করা হয়েছে। হাওড়া (গ্রামীণ) জেলার পুলিশ সুপার সুবিমল পাল জানান, অভিযান অব্যাহত থাকবে। একইভাবে বনগাঁ জেলা পুলিশের অন্তর্গত গোপালনগর থানার তরফে অভিযানে নিষিদ্ধ শব্দবাজি সহ এক বাজি বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম দীনেশ কীর্তনিয়া (৪৭)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় স্থানীয় পাঁচপোতা বাজারে শব্দবাজির বিরুদ্ধে অভিযান চলে। সেই সময় ওই বাজারে বাজি বিক্রেতা দীনেশ কীর্তনিয়ার দোকানে তল্লাশি চালিয়ে ৪ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করা হয়।