নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গত কয়েক বছর ধরেই নৈহাটির বড়মা দর্শন করতে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। এবারও সেই ভিড় হবে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা। সে কারণে নৈহাটির ব্যস্ততম আর বি সি রোড ও অরবিন্দ রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যান নিয়ন্ত্রণ করার জন্য আর বি সি রোডে বাঁশের খুঁটি পুঁতে দেওয়া হয়েছে। ফলে অটো বা টোটো এবং প্রাইভেট কার ছাড়া কোনও গাড়ি চলাচল করতে পারছে না। বন্ধ হয়ে গিয়েছে ৮৫, ৭৩ এবং ডি এন ৫ রুটের বাস। সমস্ত বাস নৈহাটি থানার সামনে বাস স্ট্যান্ড থেকে ছাড়ছে। বাসগুলিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ২২ ফুটের বড়মা তৈরির কাজ শেষ পর্যায়ে। ওই প্রতিমা তৈরি করেছেন রাজু দাস। তাঁরাই বংশপরম্পরায় প্রতিমা বানাচ্ছেন। এদিন থেকেই দণ্ডি কাটা শুরু হয়ে গিয়েছে। সোমবার বহু মানুষ দণ্ডি কাটবেন। রাতে পুজো শুরু হবে। রাত আড়াইটে নাগাদ অঞ্জলি দেওয়া শুরু। পুজোর দিনগুলি বন্ধ থাকবে স্থায়ী মন্দির। আগামী মঙ্গলবার দুপুরে বড়মা’কে পুজো দিতে আসবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২৩ সালেও এসেছিলেন।এ কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। শনিবার দুপুরে বড়মা মন্দিরে নিরাপত্তা সংক্রান্ত একটি বৈঠক হয়। বৈঠকে মহকুমাশাসক সৌরভ বারিক, ডিসি নর্থ গণেশ বিশ্বাস, ডিসি ট্রাফিক অম্লানকুসুম ঘোষ, বড়মা মন্দির কমিটির সভাপতি অশোক চট্টোপাধ্যায় এবং সবস্তরের নিরাপত্তাকর্মীরা উপস্থিত ছিলেন। মন্দির ঘিরে কয়েকশ পুলিসকর্মী মোতায়েন থাকবে। যাতে দর্শনার্থীদের কোনও অসুবিধা হয় তা মাথায় রেখে এই পরিকল্পনা বারাকপুর পুলিস কমিশনারেটের। বড়মা ছাড়াও নৈহাটিতে বেশ কয়েকটি বড় মাপের কালীপুজো হয়। অরবিন্দ রোডে হয় ছ’টি বড় মাপের পুজো। এছাড়াও নিউস্টার ক্লাবের প্রতিমাকে ৬০ কেজি সোনা পরানো হয়েছে। যা দেখতে এদিন বিকেল থেকে ভিড় শুরু হয়েছে। উদ্বোধন করেন সাংসদ সায়নী ঘোষ।