• সবুজ বাজিতে কত শব্দ? হাতেকলমে দেখল পড়ুয়ারা
    বর্তমান | ১৯ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোন বাজি সবুজ? কীভাবে বোঝা যাবে তা? কীভাবেই বা বাজি থেকে লাল, সবুজ, নীলের মতো হরেক রং বের হয়? এইসব যাবতীয় প্রশ্নের উত্তর হাতেকলমে দেওয়া হল বালিগঞ্জের বিড়লা ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে (বিআইটিএম)। স্কুল পড়ুয়ারা সেসব দেখল, জানলো। কোন বাজি বৈধ শব্দদূষণের মাত্রার মধ্যে থাকছে, সেসবও হাতেকলমে দেখানো হয়েছে। 

    এই কর্মকাণ্ডের নাম দেওয়া হয়েছিল, ‘ক্র্যাক ইওর ক্র্যাকার’। শনিবার বিকেলে বিআইটিএমে’র উঠোনে স্কুল পড়ুয়ারা বাবা-মা’র হাত ধরে হাজির হয়েছিল সেখানে। বিআইটিএমে’র আধিকারিক তরুণ দাস প্রথমে দুই খুদেকে ডেকে নেন। তাদের হাতে দেওয়া হয় দু’টি ছোট ছোট দেওয়াল বম্ব। হাতে শব্দের মাত্রা দেখার যন্ত্রও ছিল। সেই বোমা ফাটিয়ে দেখে নেওয়া হয়, শব্দ দূষণের মাত্রা কত। আজকাল ‘ডিজিটাল ক্র্যাকার’ বা ‘চাইনিজ বম্ব’ জনপ্রিয় হয়েছে। সেখানে বিদ্যুতের মাধ্যমে স্পিকারে পটাকার মতো শব্দ হয়। সেই আওয়াজেও শব্দদূষণ হচ্ছে কি না তা দেখানো হয়। এর পাশাপাশি পড়ুয়াদের মনে করিয়ে দেওয়া হয়েছে, সবুজ বাজি যে একেবারেই পরিবেশদূষণ করে না এমনটা কিন্তু নয়। এগুলি সাধারণ বাজির থেকে ৩০ থেকে ৩৫ শতাংশ কম দূষণ করে। এর সঙ্গে দেখিয়ে দেওয়া হয়, ম্যাগনেসিয়াম সাদা, স্ট্রোনটিয়াম লাল রং তৈরি করে বাজি। আজ, রবিবার বিআইটিএমে ‘ক্র্যাক ইউর ক্র্যাকার’ অনুষ্ঠিত হবে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)