ডাকাত কালীবাড়ি। কাঁচরাপাড়ায় এটি রঘু ডাকাতের কালীবাড়ি বলে লোকমুখে পরিচিত। মন্দিরটি ৫০০ বছরের পুরনো। এই কালীবাড়ি নিয়ে অনেক গল্প কথিত আছে। মন্দির কমিটির সম্পাদক রাজেশপ্রসাদ জানালেন, আমরা পূর্বসূরিদের মুখে শুনেছি, রঘু ডাকাত এই কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময় মন্দিরে নরবলি হত। বর্তমানে বলি হয় না। কেউ যদি পাঁঠা বলির মানত করেন, তাহলে পুরোহিত সেই পাঁঠার কান কেটে মাকে উৎসর্গ করেন। মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য হল, এর নীচে বড় সুড়ঙ্গ রয়েছে। রয়েছে পাতকুয়া। যে সুড়ঙ্গ দিয়ে বর্ধমান, দুর্গাপুর চলে যেত রঘু ডাকাত বা তার দলবল। তবে গঙ্গার তলা দিয়ে কীভাবে সেই সুড়ঙ্গ কাটা হয়েছিল, তা নিয়ে বিতর্ক থাকতেই পারে। শোনা কথা, ডাকাতি করতে যাওয়ার আগে মায়ের কাছে পুজো দিয়ে যেত রঘু ডাকাত। মন্দিরের পাশে একটি পুকুরে রয়েছে সাত সাতটি কুয়ো। আগে ওই সুড়ঙ্গের মধ্যে দোকান ছিল। এখন সেসব বন্ধ। দূর-দূরান্ত থেকে বহু মানুষ পুজো দিতে আসেন এই কালীবাড়িতে। বাসন্তী পোলাও, আলুর দম, পাঁচ রকম ভাজা, সবজি, মিষ্টান্ন ভোগ দেওয়া হয় মাকে। এখানে বাৎসরিক পুজো হয় জন্মাষ্টমীর দিন।
কাঁচরাপাড়া স্টেশনের সামনে বড় পুজো বলে পরিচিত নবজীবন ভ্রাতৃ সংঘের পুজো। এবছর এই পুজো ৪৮তম বছরে পড়ল। তাদের থিম ‘মধুবন’। সুন্দর বাগান তৈরি করে তাতে লাগানো হয়েছে কৃত্রিম গাছ। যার মধ্যে রয়েছে মৌচাক। গুনগুন করছে মৌমাছি। দর্শনার্থীরা এই বাগানে ঢুকলেই মৌমাছির গুঞ্জন শুনতে পাবেন। এখানে প্রতিমা হচ্ছে ১৪ ফুটের।
কাঁচরাপাড়ার জোনপুরের সুকান্ত স্মৃতি ক্লাবের পুজোর এবার প্রাক-সুবর্ণ জয়ন্তী বর্ষ। সবাইকে তাক লাগিয়ে তারা ৪০ ফুটের কালী প্রতিমা তৈরি করেছে। যার নেপথ্যে রয়েছেন কৃষ্ণনগরের আটজন শিল্পী। কল্যাণী হাইওয়ে থেকে একটু এগলে সিগন্যাল মোড়ের কাছে তৈরি হয়েছে এই বিশাল প্রতিমা। প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য মানুষ। মণ্ডপের উচ্চতা ৪৫ ফুট। পাশাপাশি চন্দননগরের আলোক শিল্পীদের অক্লান্ত পরিশ্রমে বর্ণময় আলোয় উদ্ভাসিত হবে গোটা এলাকা। এছাড়াও সঙ্গীতানুষ্ঠান হবে বলে জানালেন পুজো কমিটির কর্তা সোমনাথ রায়। লক্ষ্মী সিনেমা হলের মোড়ে মৌসুমি ক্লাবের পুজো
এবার ৫৭ বছরে পড়ল। একটি মন্দিরের অনুকরণে মণ্ডপ তৈরি হচ্ছে। রানারের জীবন তুলে ধরা হয়েছে বিভিন্ন দৃশ্যের মাধ্যমে।
হালিশহরে তৃণমূলের ছাত্রনেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের বাড়ির পুজো এবার ৩০০ বছরে পড়ল। এখানে শিব মন্দির সহ বহু দেবদেবীর মন্দির রয়েছে। নিষ্ঠার সঙ্গেই বছরের পর বছর ধরে পুজো হয়ে আসছে, জানালেন তৃণাঙ্কুর। হালিশহরে রেলগেটের কাছে অগ্রগামী ক্লাবের পুজো ৫৮ বছরে পড়ল। এই পুজোর অন্যতম উদ্যোক্তা কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী। তিনি জানালেন, কৃষ্ণনগরের রাজবাড়ির আদলে মণ্ডপ তৈরি হচ্ছে। প্রতিমা হচ্ছে শ্যামা মা। রবিবার উদ্বোধন।-নিজস্ব চিত্র