নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কালীপুজোর মুখে বারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপিতে বড়সড় ভাঙন! গেরুয়া পার্টির দখলে থাকা ভাটপাড়া বিধানসভা কেন্দ্র থেকেই বিজেপির শ’চারেক নেতা-কর্মী শনিবার যোগ দিলেন তৃণমূলে। এদিন নৈহাটির সমরেশ বসু কক্ষে সাংসদ পার্থ ভৌমিকের ডাকা বিজয়া সম্মিলনিতে ওই যোগদান পর্ব সম্পন্ন হয়। সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন তিন বিধায়ক সুবোধ অধিকারী, সোমনাথ শ্যাম, সনৎ দে এবং নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়, ভাটপাড়ার চেয়ারম্যান পারিষদ অমিত গুপ্তা, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। সেখানেই ভাটপাড়ার বিজেপি যুবনেতা মুকেশ যাদব, দীপক প্রসাদ, শৈলেশ সিংদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয়। মুকেশ, দীপকরা অর্জুন সিংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে। গত লোকসভা নির্বাচনেও অর্জুন সিংয়ের হয়ে লড়াই করেছিলেন। তৃণমূল নেতা অমিত গুপ্তা জানান, এদিন ৪০০ জন যোগ দিয়েছেন। একই মঞ্চে দেখা গিয়েছে হিন্দু জাগরণ মঞ্চের নেতা হংসরাজ সিংকে। তিনি বৃহস্পতিবার তৃণমূলে যোগ দিয়েছেন। পার্থ ভৌমিক বলেন, ‘যাঁরা তৃণমূলে যোগ দিলেন, তাঁরা সক্রিয়ভাবে বিজেপি করতেন। বিধানসভা ভোটে ভাটপাড়া আসনটি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়াই আমাদের লক্ষ্য।’ এসআইআর নিয়েও প্রশ্ন তোলেন পার্থ ভৌমিক।