• চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, গ্রেফতার মহিলা
    বর্তমান | ১৯ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, বনগাঁ: চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ। ধৃতের নাম রিঙ্কু মজুমদার। বাড়ি সোদপুরের ঘোলা এলাকায়। জানা গিয়েছে সম্প্রতি গোপালনগর থানায় অভিযুক্ত মহিলার নামে একটি প্রতারণার মামলা দায়ের হয়। অভিযোগকারী জানান, ওই মহিলা চাকরি দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে ১২ লক্ষ টাকা নিয়েছিলেন। দীর্ঘদিন হয় গেলেও চাকরি পাননি তিনি। টাকাও ফেরত পাননি। এরপরই থানার দ্বারস্থ হন তিনি।

    ঘটনার তদন্তে নেমে গোপালনগর থানার পুলিশ স্থানীয় টালিখোলা এলাকা থেকে  রিঙ্কুকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিঙ্কু চাকরি দেওয়ার নাম করে একাধিক মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। ধৃতকে শনিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেপাজতের নির্দেশ দেন। 
  • Link to this news (বর্তমান)