পরকীয়ার সন্দেহ থেকেই স্ত্রীকে খুন অমিতের? তদন্তে পুলিশ
বর্তমান | ১৯ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: স্ত্রী পরকীয়ায় যুক্ত। স্বামীর এমন সন্দেহই কি শেষ পর্যন্ত মৃত্যু ডেকে আনল স্ত্রী বিউটি বসুর? নাগেরবাজারে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে অমিত বসুর বিরুদ্ধে। খুনের পর তিনি পালিয়ে যান। তবে বেশিক্ষণ গা ঢাকা দিয়ে থাকতে পারেননি। শনিবার ধরা পড়ে যান তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে। অমিতের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে বিউটির পরিবার। তদন্তকারীরা জানিয়েছেন, অমিতকে জেরা করা হচ্ছে।
স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল। শুক্রবার তার জেরেই এই খুন বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। নাগেরবাজার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনার পর অমিত পালিয়ে যান বীরভূমে। সেখান থেকে শনিবার সকালে ফিরে নাগেরবাজারে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করেছিলেন। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। কী কারণে এই খুন? পুলিশ সূত্রে খবর, অমিত আগে সিকিউরিটি গার্ডের কাজ করতেন। মাস ছয়েক আগে সেই চাকরি চলে যাওয়ার পর অ্যাপ বাইক চালানো শুরু করেন অমিত। কিন্তু, যে টাকা রোজগার হতো তার প্রায় সবটাই জুয়া এবং নেশায় চলে যেত। এই জুয়ার কারণে বাজারে অনেক টাকা ধারও হয়ে গিয়েছিল তাঁর। স্ত্রী বিউটি কাজ করতেন একটি পার্লারে। সংসার চালানোর খরচের বাইরে নেশার জন্যও স্ত্রী’র কাছে টাকা চাইতেন অমিত। এনিয়ে দু’জনের মধ্যে মাঝেমধ্যেই ঝামেলা হতো। বৃহস্পতিবার রাতেও হয়েছিল। সেই কারণেই খুন, নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, তা জানতে তদন্ত করছে পুলিশ। বিউটির মোবাইল বাজেয়াপ্ত করেছে তারা।