সূর্য সেন স্ট্রিটে দোকানে ঢুকল গাড়ি স্কুটার-বাইকেও ধাক্কা, জখম চার
বর্তমান | ১৯ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গভীর রাতে বেপরোয়া গাড়ির দাপট কলেজ স্ট্রিটে। তার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে সূর্য সেন স্ট্রিটের একটি দোকানে ঢুকে গেল গাড়িটি। ধাক্কা মারে স্কুটার ও বাইকেও। দুর্ঘটনার জেরে গুরুতর জখম হলেন দু’টি দ্বিচক্র যানে থাকা মোট ৪ জন। আহতদের মধ্যে এক কিশোর সহ ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের রেড জোনে তাঁদের চিকিৎসা চলছে। শুক্রবার রাত ২ টো নাগাদ কলেজ স্ট্রিট ও সূর্য্য সেন স্ট্রিট ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বউবাজার থানার পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।