• দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, শুরু ভারত-অস্ট্রেলিয়া ODI সিরিজ়, রবিবার কোন খবরে নজর?
    এই সময় | ১৯ অক্টোবর ২০২৫
  • দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে। এই ঘূর্ণাবর্ত ২৪ অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হবে। উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে। আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় বৃষ্টির সম্ভাবনা রিয়েছে।

    সোমবার গোটা দেশ জুড়ে পালিত হবে দীপাবলি উৎসব। তার আগে আজ, রবিবার ভূত চতুর্দশী। চলছে ধনতেরস। ভূত চতুর্দশীর দিন ১৪ পুরুষকে অর্পণ করে ১৪টি প্রদীপ জ্বালানোর প্রথা রয়েছে। বহু বাঙালি পরিবারে ভুত চতুর্দশী পালন করা হয়। আলোর উৎসবে মেতে উঠেছে মানুষ।

    দুর্গাপুরে মেডিক্যাল পড়ুয়াকে ধর্ষণের ঘটনার তদন্ত চলছে। ইতিমধ্যেই টিআই প্যারেড (টেস্ট আইডেনটিফিকেশন প্যারেড) করার কথা জানিয়েছে পুলিশ। রবিবার এই ঘটনার তদন্ত কোন পথে এগোবে? নজর থাকবে।

    তিন ম্যাচের ODI সিরিজ়ের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। এই ম্য়াচে নামবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তাঁদের দিকে থাকবে নজর। অস্ট্রেলিয়ার পারথ স্টেডিয়ামে ভারতীয় সময় সকাল ৯টা থেকে শুরু হবে ম্যাচ।

  • Link to this news (এই সময়)