• চাঁদ-সূর্যের ‘সম্পর্ক’ নিয়ে নতুন খবর শোনাল চন্দ্রযান-২
    এই সময় | ১৯ অক্টোবর ২০২৫
  • ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র চন্দ্রযান-২-এর হাত ধরে সামনে এল মহাকাশের অজানা তথ্য। সৌরঝড় ও সূর্যের করোনাল মাস ইজেকশন বা CME চন্দ্রের বহির্মণ্ডলে কী ভাবে প্রভাব ফেলে, সেই পর্যবেক্ষণই তুলে ধরেছে সে। চন্দ্রযান-২-এর অরবিটার CHACE-2-এর সাহায্যে প্রথম বার সূর্যের CME-র প্রভাব সামনে এনেছে।

    ২০১৯ সালের ২২ জুলাই শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল চন্দ্রযান-২। সে বছরই ২০ অগস্ট সফল ভাবে চাঁদের কক্ষে পৌঁছয় এই চন্দ্রযান। যদিও ২০১৯-এরই ৭ সেপ্টেম্বর ল্যান্ডিংয়ের সময়ে বিক্রম ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ হারিয়ে যায়। তবে অরবিটর পুরোপুরি সক্রিয়। চাঁদের চারপাশে সে ঘুরে চলেছে। সেখান থেকে চাঁদ-সূর্যের ‘সম্পর্ক’ নিয়ে নতুন খবর শোনাল সে।

    ইসরো জানিয়েছে, সূর্য থেকে নির্গত CME-র প্রভাব চাঁদের বহির্মণ্ডলে কতটা, চন্দ্রযান-২-এর পেলোড CHACE-2 তা রেকর্ড করেছে। ২০২৪ সালের ১০ মে একটি শক্তিশালী করোনাল মাস ইজেকশনের সময়ে চাঁদের উপরে এই প্রভাব পড়েছে।

    এর ফলে চাঁদের চারদিকে থাকা পাতলা বায়ুমণ্ডল বা এক্সোফিয়ারের গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটিয়েছে। বিজ্ঞানীদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। কারণ, এতদিন পর্যন্ত CME-র প্রভাব মূলত পৃথিবী ও মঙ্গল গ্রহে পর্যবেক্ষণ করা গিয়েছে। এ বার চাঁদেও তাঁর প্রভাব দেখা গেল। আর সেই প্রভাব পর্যবেক্ষণ করল ভারতের চন্দ্রযান। ভবিষ্যতে চন্দ্র অভিযানের ক্ষেত্রে এ তথ্য বিশেষ ভাবে কাজে লাগবে বলেই মত মহাকাশ বিজ্ঞানীদের।

  • Link to this news (এই সময়)