রবিবার সকালে আচমকাই নয়াদিল্লি রেল স্টেশনে হাজির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কথা বললেন যাত্রীদের সঙ্গে। উৎসবের মরশুমে যাত্রী সংখ্যা বাড়ছে। তাই পরিষেবা সংক্রান্ত কোনও সমস্যা রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই সারপ্রাইজ ভিজিট করলেন রেলমন্ত্রী।
বিজেপি সাংসদ রাজু বিস্তের উপরে হামলার তীব্র নিন্দা করলেন দিলীপ ঘোষ। রবিবার সকালে ইকো পার্কে তিনি বলেন, ‘বাংলায় SIR হবে শুনে তৃণমূল ভয় পেয়ে গিয়েছে।’ গোটা রাজ্যে হিংসার ঘটনা বাড়ছে বলেও দাবি করেন দিলীপ।
ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে মুখ খোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে কটাক্ষ করে মোদীকে মৌনিবাবা বলে তোপ দেগেছে কংগ্রেস। পাল্টা হাত শিবিরের আক্রমণ শানাল বিজেপি। তাদের দাবি, ‘ভারতকে কোনও দিন জানার চেষ্টাই করেনি কংগ্রেস।’
নভেম্বরে দুই দফায় বিধানসভা ভোট হবে বিহারে। তার আগে ১০টি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৫টি সমাবেশ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিহার বিজেপি সূত্রে এমনটাই জানা গিয়েছে।
লন্ডনে আমেরিকার দূতাবাসের সামনে বিক্ষোভ দেখালেন শতাধিক সাধারণ মানুষ। হাতে ‘নো কিংস (No Kings)’ লেখা পোস্টার। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধেই এই প্রতিবাদ। আমেরিকার জুড়েও প্রায় ২৬০০ বিক্ষোভের আয়োজন করেন আন্দোলনকারীরা।
হামলার পরিকল্পনা করছে হামাস। প্যালেস্তাইনের সাধারণ নাগরিকদের সতর্ক করে বলল আমেরিকা। এই সংক্রান্ত বিশ্বাসযোগ্য রিপোর্ট তাদের কাছে রয়েছে বলেও দাবি ওয়াশিংটনের।
রবিবার সারাদিন আকাশ মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরেও হালকা থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।