দীপাবলিতে আর বাড়ি ফেরা হল না! হঠাৎ বিমান সংস্থার ঘোষণায় মাথায় হাত যাত্রীদের, আটকে গেলেন ভিন দেশে...
আজকাল | ১৯ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দীপাবলিতে বাড়ি ফিরতে চেয়েছিলেন। সেই হিসেবে সব পরিকল্পনা প্রস্তুত। ব্যাগ গুছিয়ে তৈরি। অপেক্ষার প্রহর গুনতে গুনতেই বড় খবর। বিমান সংস্থার ঘোষণায় মাথায় হাত যাত্রীদের। শুক্রবার ইতালি থেকে দীপাবলির জন্য ভারতে ফিরে আসায় অপেক্ষারত শত শত যাত্রীর মাথায় হাত। আচমকা যাত্রীরা জানতে পারেন, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, অর্থাৎ যে বিমানে তাঁদের দেশে ফেরার কথা ছিল, তা বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, একইসঙ্গে বিমান সংস্থার পক্ষ থেকে যাত্রীদের জানানো হয়, দীপাবলির আগে, ওই বিমান সংস্থা যাত্রীদের আর অপর বিমানের ব্যবস্থা করতে পারবে না। তাদের দীপাবলি কিংবা তার পরের দিনের বিমানের ব্যবস্থা করতে পারবে সংস্থা।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে, মিলান থেকে দিল্লিগামী ফ্লাইট AI138, যান্ত্রিক ত্রুটির জন্য বাতিল করা হয়েছে। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, 'সমস্ত যাত্রী এবং ক্রুদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে, বিমান পরিচালনার জন্য নির্ধারিত বিমানের প্রযুক্তিগত সমস্যার এবং প্রয়োজনীয়তার কারণে ১৭ অক্টোবর ২০২৫ তারিখে মিলান থেকে দিল্লিগামী বিমান AI138 বাতিল করা হয়েছে।' এয়ার ইন্ডিয়ার মুখপাত্র এই মর্মে বিবৃতি জারি করেছেন। একইসঙ্গে বিমান সংস্থা জানিয়েছে যে, সমস্ত যাত্রীদের হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে তবে কিছু যাত্রীর জন্য বিমানবন্দরের আশেপাশের এলাকার বাইরে থাকার ব্যবস্থা করতে হবে যাত্রী সংখ্যার নিরিখে।
বিমান সংস্থা যাত্রীদের উদ্দেশে জানিয়েছে, এয়ার ইন্ডিয়া এবং অন্যান্য বিমান সংস্থাগুলি আসন-উপলব্ধতার নিরিখে ২০ অক্টোবর, ২০২৫ তারিখে বা তার পরে বিকল্প বিমানের ব্যবস্থা করে যাত্রীদের ইতালি থেকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে। বিমান সংস্থা জানিয়েছে যে, একজন যাত্রী, যাঁর শেনজেন ভিসার মেয়াদ সোমবার শেষ হচ্ছে, রবিবার অন্য একটি বিমান সংস্থার মাধ্যমে তাঁকে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
একইসঙ্গে উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জোর চর্চা বিমানের ভাড়া নিয়ে। দেশ জুড়ে উৎসবের মরসুমে, বিমান সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ আচমকাই বিরাট অঙ্কের ভাড়া বৃদ্ধির। দেশের বিভিন্ন শহর থেকে কলকাতাগামী বিমানের টিকিটের দাম সাধারণ সময়ের তুলনায় দ্বিগুণ বা তারও বেশি।
দাম ছিল ২৭ হাজার টাকারও বেশি—যেখানে সাধারণ সময়ে এই রুটে ভাড়া থাকে ৭ থেকে ৮ হাজার টাকার মধ্যে। একই বিমানের বিজনেস ক্লাস টিকিটের দাম ছুঁয়েছে ৭০ হাজার টাকা, যা সাধারণত ৩০ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে থাকে। এই তথ্য জানিয়েছেন একাধিক ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটর।