• মমতার ছবি আঁকা বাড়িতে আগুন
    দৈনিক স্টেটসম্যান | ১৯ অক্টোবর ২০২৫
  • বন্যা বিপর্যয়ের পর সম্প্রতি দু’বার উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিঙের লালকুঠিতে এক ব্যক্তির বাড়িতে গিয়ে কাঞ্চনজঙ্ঘার ছবি এঁকেছিলেন তিনি। সেই বাড়িই ভস্মীভূত হয়ে গেল। বাড়ির মালিকের নাম কুমারে ছেত্রী। শনিবার আগুন লাগে কুমারের বাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকলের ইঞ্জিন। দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার জেরে ঘরের সমস্ত আসবাব পুড়ে গিয়েছে বলে খবর। যদিও কোনও প্রাণহানির খবর নেই। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি এখনও।

    ভারী বৃষ্টিতে বিপর্যয়ের কবলে পড়ে দার্জিলিং। বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভেঙে গিয়েছে রাস্তা। সে কারণে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মমতা। সেখান থেকে কলকাতায় ফিরে আসার তিন দিন পর ফের তিনি উত্তরবঙ্গ সফরে যান। দ্বিতীয় সফরে বুধবার তিনি গিয়েছিলেন দার্জিলিঙে লালকুঠিতে। সেখানে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই সফরে কুমারের বাড়িতে কাঞ্চনজঙ্ঘার একটি ছবি এঁকেছিলেন তিনি। সেই বাড়িটি এবার পুড়ে ছাই।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)