• হাইট বারে বিশেষ নজর, ডিজে বন্ধে কড়া নগরপাল
    আনন্দবাজার | ১৯ অক্টোবর ২০২৫
  • কালীপুজোর শেষে প্রতিমা বিসর্জনের সময়ে লরির চালকদের সচেতন করার পাশাপাশি বাহিনীকেও সতর্ক থাকতে বললেন কলকাতার নগরপাল মনোজ বর্মা। হাইট বার রয়েছে যে রাস্তায়, সেখান দিয়ে প্রতিমা নেওয়ার ব্যাপারেও নজরদারি চালাতে বলেছেন তিনি।

    শনিবার কলকাতা পুলিশ এলাকার সমস্ত থানার ওসি এবং পদস্থ অফিসারদের সঙ্গে বৈঠক করেন নগরপাল। বিসর্জনে ডিজে বাজানো বন্ধ রাখার ব্যাপারে আলিপুর বডিগার্ড লাইন্সের এই বৈঠকে কড়া হওয়ার বার্তা দেন তিনি। কালীপুজোর দিন শুধুমাত্র রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্তই যে আদালতের নির্দেশ মেনে সবুজ বাজি পোড়ানো যাবে, সেটি নিশ্চিত করার নির্দেশ দেন।

    প্রতি বার পুজোর রাতে এবং তার পরের দিন কলকাতা শহরের বহুতলগুলির ছাদে দেদার বাজি ফাটানোর অভিযোগ ওঠে। কিন্তু সেখানে প্রবেশ করতে পারে না পুলিশ। এ বার এমন বহুতল চিহ্নিত করা হবে। আবাসন কমিটির থেকে নিয়ম বহির্ভূত ভাবে বাজি না ফাটানোর বিষয়ে মুচলেকাও নিতে চলেছে তারা। ফানুস ওড়ানোও সম্পূর্ণ বন্ধের নির্দেশ দিয়েছেন নগরপাল।

    লালবাজার জানিয়েছে, কলকাতা পুলিশ এলাকায় মোট ৩৪৩৯টি কালীপুজো হচ্ছে। প্রতিমা নিরঞ্জন করা যাবে ২১ থেকে ২৩ অক্টোবর। পুজোর দু’দিন নজরদারির জন্য শহরে মোট ২৭টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। ১০টি ডিভিশনে ১০টি অটো করে অলিগলিতে নজরদারি চালানো হবে। থাকছে ২২টি মোবাইল পেট্রোল টিম। প্রতিমা নিরঞ্জনের জন্য গঙ্গার ১৪টি ঘাটে রিভার ট্র্যাফিক পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। থাকছে প্রচুর সংখ্যায় ডুবুরি। পাশাপাশি, বেআইনি বাজির বিরুদ্ধে ধরপাকড় বাড়াতে নির্দেশ দিয়েছেন নগরপাল। এ দিনই ধর্মতলা বাসস্ট্যান্ডের কাছ থেকে প্রায় ৬০০ কিলোগ্রাম নিষিদ্ধ বাজি আটক করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে মহম্মদ জিসান নামে ২৩ বছরের এক যুবককে। জেরায় তিনি জানান, এই বাজি আসানসোলে পাঠানোর চেষ্টা করছিলেন তিনি।
  • Link to this news (আনন্দবাজার)