• দিল্লির AQI ৪০০ পার! দিওয়ালির আগেই রাজধানীর বাতাসে বিষ
    এই সময় | ১৯ অক্টোবর ২০২৫
  • বর্ষা বিদায় নিতেই তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে উত্তর ভারতে। আর তার সঙ্গেই বাতাসে বাড়ছে দূষণের মাত্রাও। রবিবার সকালে রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স বা AQI ছুঁয়েছে ৪০০।

    সোমবার দিওয়ালি। নিষেধাজ্ঞা, প্রশাসনিক নজরদারি থাকলেও উৎসব উপলক্ষে দেদার বাজি পুড়বে দিল্লিতে। ফলে দূষণ যে মাত্রা ছাড়াবে, সে কথা বলাই বাহুল্য। কিন্তু তার আগেই রীতিমতো ভয় ধরাচ্ছে দিল্লির AQI। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রবিবার সকালের রিডিং অনুসারে, দিল্লির অক্ষরধাম এলাকার AQI ৪২৬, যা ক্যাটিগরি অনুসারে Severe বা ‘গুরুতর’। এ ছাড়াও আনন্দ বিহার এলাকার AQI ৪১৮। দূষণ কমাতে প্রশাসনের তরফে রবিবার ইন্ডিয়া গেট এলাকায় গাড়ি করে রাস্তায় জল ছেটানো হয়। রবিবার সকালে ইন্ডিয়া গেট এলাকার AQI ছিল ২৬৯।

    দূষণ পর্ষদের হিসেব অনুসারে শনিবার দিল্লির গড় AQI ছিল ২৬৮। তবে, দিল্লিতে দূষণ পর্ষদের ৩৮টি মনিটরিং স্টেশনের মধ্যে ন’টি স্টেশনেই AQI পেরিয়েছে ৩০০-র সীমা। শনিবার আনন্দ বিহারের AQI ছিল ৩৮৯, ওয়াজ়িরপুরে ৩৫১, জাহাঙ্গিরপুরী ও দ্বারকাতে ৩১০।

    বাজির পাশাপাশি দিল্লিতে দূষণের আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো পাঞ্জাব-হরিয়ানায় ফসলের গোড়া পোড়ানো। শীতের শুরুতে ফসল কাটার পরে ফসলের অবশিষ্ট অংশ পুড়িয়ে ফেলায় তা থেকে ব্যাপক দূষণ হয়। এ ছাড়াও রাজধানী শহরে গাড়ি চলাচলের কারণেও দূষিত হয় বাতাস। সরকারি সূত্রে খবর, শনিবার দিল্লির দূষণের ১৫ শতাংশেরও বেশি যানবাহনের ধোঁয়ার কারণেই হয়েছে।

    অন্যদিকে, দিল্লির আবহাওয়ার অবস্থাও কয়েকদিন ধরে একই রকম। দিনের তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি কম। রাতের তাপমাত্রাও কয়েকদিন ধরেই ১৯ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। মেঘমুক্ত আকাশে রাজধানীতে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে দূষণও আরও বাড়বে। দৃশ্যমানতাও উল্লেখযোগ্যভাবে কম থাকবে। এখনই ভোরের দিকে হালকা কুয়াশার চাদরে ঢেকেছে দিল্লি। এর পরে আরও ঠান্ডা বাড়লে ধোঁয়াশা আরেকটি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে দিল্লিতে। ফলে সব মিলিয়ে দিল্লির আবহাওয়া চিন্তা বাড়াচ্ছে।

  • Link to this news (এই সময়)